৳ ৬০০ ৳ ৫১০
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
১০% নিশ্চিত ছাড় এবং ডেলিভারি একদম ফ্রি !! মাত্র ১০০০ বা তার বেশি টাকার পাঠ্যবই ও অনুশীলনমূলক বই -এর জন্য প্রযোজ্য। কুপন কোড: ACADEMIC ব্যবহার করলেই
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি। কুপন কোড: KHATA
ছোটো গল্পের মধ্যে অন্য এক ধরনের মজা আছে। শুরু হয়েই শেষ। আবার সেই গল্পের রেশ শেষও হয় না। তবে ছোটো গল্পের মধ্য দিয়ে শেষমেশ হয়তো অনেক কথাই বলা হয়ে ওঠে না। এরপরও মনের মধ্যে এমন একটি দাগ কাটা সম্ভব হয়, যা হয়তো একজন পাঠককে অনেক গভীরভাবে ভাবিয়ে তোলে। এ কারণেই ছোটোগল্পের আবেদন কখনো কমে না। বইটিতে লেখকের বাছাই করা ত্রিশটি গল্প রয়েছে। ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট থেকে লেখা গল্পগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে একটি মলাটে। এর মধ্যে আছে গভীর প্রেম; কখনো বিরহ। আছে পরাবাস্তব ভালোবাসা। গল্পগুলো লিখতে গিয়ে কখনো সমাজের রুঢ় বাস্তবতা; অলীক কল্পনার আশ্রয় নিয়েছেন লেখক। আবার সমাজে ঘটে যাওয়া নিষ্ঠুর ঘটনাও উঠে এসেছে গল্পে। এসেছে বিশ্বজোড়া অস্থিরতার চিত্র; বেদনা কিংবা হতাশা। গল্পের বিষয়ের ভিন্নতাই বইটির সৌন্দর্য। বইটি পাঠ করতে গিয়ে পাঠক এক মলাটে বিচিত্র স্বাদ পাবেন। আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে নেওয়া ‘তোমার অসীমে’ নামটি দিয়ে যে গল্পটি লেখা হয়েছে; তার মধ্য দিয়ে লেখক সীমার মাঝে অসীমের জয়গান গেয়েছেন। অনেকেই হয়তো ভাববেন, গল্পটার শুরু কোথা থেকে, কোথায়ই-বা শেষ? এরপরও এই গল্প অসংখ্য পাঠকের হৃদয়কে স্পর্শ করবে পরম মমতা আর ভালোবাসায়।
Title | : | নির্বাচিত গল্প তোমার অসীমে |
Author | : | শামীম আল আমিন |
Publisher | : | অনিন্দ্য প্রকাশ |
ISBN | : | 9789849729105 |
Edition | : | 1st Edition, 2023 |
Number of Pages | : | 208 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
শামীম আল আমিন সাংবাদিক ও লেখক। সংবাদ সংগ্রহের জন্য বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহ করেন। পরে তা তুলে ধরেন পাঠকের কাছে। কিন্তু সাহিত্য রচনায় তিনি বাস্তব, পরাবাস্তব এবং কল্পণার অদ্ভূত এক মিশ্রণ ঘটান। মূলত: লেখেন গল্প, উপন্যাস ও ভ্রমণ। শিশুদের জন্যে অনেকগুলো বই রয়েছে তার। সাংবাদিকতা ও বিতর্কের কলাকৌশলের উপর লেখা তার বইগুলোও হয়েছে অত্যন্ত পাঠকপ্রিয়। তবে এবার ইতিহাস নির্ভর কিছু বই লেখার প্রতি গভীরভাবে মনোযোগী হয়েছেন তিনি। বিশেষ করে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যেসব বিদেশী বন্ধু সক্রিয়ভাবে পাশে থেকেছেন, নানাভাবে সহায়তার হাত বাড়িয়েছেন; কাজ করছেন তাদেরকে নিয়ে। এ জন্যে তিনি নিউইয়র্কে গড়ে তুলেছেন ‘ফ্রেন্ডস অব ফ্রিডম’ নামে একটি সংগঠন। যার অংশ হিসেবে মুক্তিযুদ্ধে বিদেশী বন্ধুদের অসামাণ্য উদ্যোগ ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ, গবেষণা এবং স্মৃতি স্মারক সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন। মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের নির্ভুল এবং সচল ইতিহাস তুলে আনতে চান তিনি। ২০২১ সালের অমর একুশে গ্রন্থমেলায় অন্যপ্রকাশ থেকে তাঁর লেখা ইতিহাসনির্ভর গবেষণাধর্মী বই ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ বিপুল সাড়া ফেলে। দেশ-বিদেশ ঘুরে বেড়ানো ছিল তার কাজের অংশ। অনেক ঘুরে এখন স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। তবে এর আগে বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে গুরুত্বপূর্ণ নানা ইভেন্টের সংবাদ সংগ্রহ করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ও জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন কাভার করেছেন একাধিকবার। যুক্তরাজ্য ও ভারতের নির্বাচনেরও সংবাদ সংগ্রহ করেছেন। এছাড়া ভুটানে সার্ক শীর্ষ সম্মেলন, গ্রিসে দুর্নীতিবিরোধী সম্মেলন আর ডেনমার্কের জলবায়ু সম্মেলন এবং অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটে যোগ দিয়েছিলেন সাংবাদিক হিসেবে। আরও ভ্রমণ করেছেন শ্রীলংকা, নেপাল, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, জাপান, জার্মানি, সুইডেন, ইতালি, ফ্রান্স এবং কানাডা। বাংলাদেশে পত্রিকা, অনলাইন এবং টেলিভিশনে সাংবাদিকতা করেছেন দীর্ঘদিন। সংবাদকর্মী হিসেবে এখনো কাজ করে যাচ্ছেন। প্রবাসেও কয়েকটি বাংলা ভাষার টেলিভিশন প্রতিষ্ঠায় অনবদ্য ভূমিকা রেখেছেন তিনি। অনুষ্ঠান সঞ্চালক হিসেবে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন। একাত্তর টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর ছিলেন। সরাসরি সম্প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠান ‘একাত্তর জার্নাল’ সঞ্চালনা করতেন নিয়মিত। মঞ্চের অনুষ্ঠানেও তিনি প্রাণবন্ত; অনেকের প্রিয়। কাজের স্বীকৃতি হিসেবে অর্জন করেছেন অসংখ্য পুরস্কার। পেয়েছেন জাতীয় শিক্ষা সপ্তাহ স্বর্ণপদক। সাংবাদিকতার জন্যে মোনাজাত উদ্দিন স্মৃতি পুরস্কার, জাতিসংঘ জনসংখ্যা তহবিল পুরস্কার, ইউনেস্কো ক্লাব অ্যাওয়ার্ড, পরিবার পরিকল্পণা সমিতি পুরস্কার, সন্ধানী সেফ ব্লাড অ্যাওয়ার্ডসহ বেশ কিছু পুরস্কার লাভ করেছেন। সাংবাদিকতার উপর তার লেখা চারটি বই ‘গণমাধ্যম এবং সাংবাদিকতা’, ‘টেলিভিশন সংবাদ ও সাংবাদিকতা’, ‘টেলিভিশন সংবাদ উপস্থাপনা’ এবং ‘টেলিভিশন সাংবাদিকতার সহজ পাঠ’ বিপুল পাঠকপ্রিয়তা পেয়েছে। শামীম আল আমিন পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। ২০০০ সালের এম এস এস পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম হয়ে লাভ করেছেন মসউদ খান স্বর্ণপদক। একই বিভাগ থেকে স্নাতক করেন। বিশ্ববিদ্যালয় জীবনে যুক্ত ছিলেন বিভিন্ন সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে। বিতার্কিক হিসেবে খ্যাতি রয়েছে তার। ছিলেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সহসভাপতি। সূর্যসেন হল বিতর্ক ক্লাব (সূর্যসেন বিতর্ক ধারা) এর অন্যতম প্রতিষ্ঠাতা। হলটির হয়ে ১৫তম ও ১৬তম জাতীয় টেলিভিশন বিতর্কে চ্যাম্পিয়ন দলের সদস্য। এছাড়া জাতীয় পর্যায়ের বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। তার লেখা ‘বিতর্কের সরল পাঠ’ এবং ‘বিতর্ক ও বিতার্কিক’ বই দুটি বহুল পঠিত। ঢাকা ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটির সক্রিয় কর্মী ছিলেন তিনি। তার লেখা দুটি বই ইংরেজিতে অনুদিত হয়েছে। গল্পগ্রন্থ ‘The Deep Night Sky’ এবং শিশুতোষ গল্পের বই ‘Sulky Arisha and Her Squirrel পাওয়া যাচ্ছে বিশ্ববিখ্যাত অনলাইন প্লাটফর্ম অ্যামাজন ডট কমে। শামীম আল আমিনের জন্ম ১ জানুয়ারি, ঢাকার শান্তিবাগে। এরপর থেকে কৈশোর পর্যন্ত সেখানেই বেড়ে ওঠা। বাবা মুন্সী মুনছুর আহমদ এবং মায়ের নাম মিসেস সালেহা বেগম। তার স্ত্রী কবি, ইয়োগা আর্টিস্ট এবং ফিটনেস এক্সপার্ট আশরাফুন নাহার লিউজা। এই দম্পতির একমাত্র কন্যা অপর্ণা আমিন পড়াশোনা করছে নিউইয়র্কে। এই পৃথিবী থেকে একদিন সব বৈষম্য ও অনাচার দূর হবে, মানুষে মানুষে সম্পর্ক হবে ভালোবাসা আর মমতার বিনিময়ে; এমন দিনের ভাবনায় লিখে চলেন তিনি। ক্লান্তিহীন পথিক তিনি হেঁটেই চলেছেন। থামার সময় যে তার নেই।
If you found any incorrect information please report us