৳ ৪৫০ ৳ ৩৮৩
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি
“দ্য সেভেন হ্যাবিটস অব হাইলি ইফেকটিভ পিপল"" বইটির ফ্ল্যাপ এর লেখাঃবলা হয়ে থাকে, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রভাবশালী ও অতিশয় সফল ব্যক্তিদের। নিকট পাঠ ও চর্চার ক্ষেত্রে ‘দ্য সেভেন হ্যাবিটস অব হাইলি ইফেকটিভ। পিপল'-এর প্রভাব বাইবেলের পরই অবস্থান করছে। নিউইয়র্ক টাইমস্ ম্যাগাজিন এই বইটিকে Most Influential Business Book of the 20th Century হিসেবে আখ্যায়িত করেছে। এটি যে শুধু পাঁচ শতাধিক। সংস্থার কর্মীদের জন্য মূল পাঠ্য হিসাবে তালিকাভুক্ত হয়েছে তা নয়, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও বারাক ওবামাও বিভিন্ন ক্ষেত্রে এই বইটির সুপারিশ করেছেন। বিশ্বব্যাপী। ব্যক্তিত্ব, ব্যবসায়িক নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সফলতার চাবিকাঠি হিসেবে বইটি বিবেচিত হয়ে আসছে দীর্ঘদিন ধরে। ১৯৮৯। সালে প্রকাশিত হবার পর থেকে বইটি ৪০টিরও অধিক ভাষায় অনূদিত। হয়ে বিক্রি হয়েছে ৩০ মিলিয়নেরও বেশি কপি ।বইটি কেন পড়বেন?কারণ, বইটিতে কিছু বাস্তব, নীতিকেন্দ্রিক এবং মনস্তাত্ত্বিক কৌশলের। বর্ণনা করা হয়েছে, যা পাঠককে তার জীবনের বিবিধ সমস্যা। মােকাবেলায় ইতিবাচক মনােভাবের অধিকারী করে সমস্যা সমাধানে। অগ্রণী ভূমিকা রাখতে সাহায্য করবে। এই বইয়ে উপস্থাপিত ৭টি । মূলনীতি সুখ, সমৃদ্ধি ও সাফল্যের চাবিকাঠিরূপে বিবেচ্য।তাই জীবনকে নতুনভাবে আবিষ্কার করতে এই বইটি পাঠকরা। আবশ্যক এবং তারচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে—বইটির ব্যবহার, যা পাঠককে ইতিবাচক প্রক্রিয়ায় পরিপূর্ণতা এবং সাফল্যের পথে পরিচালিত করবে।
Title | : | দ্য 7 হ্যাবিটস অব হাইলি ইফেকটিভ পিপল |
Author | : | স্টিফেন আর. কোভি |
Translator | : | শাজাহান মানিক |
Publisher | : | মুক্তদেশ প্রকাশন |
ISBN | : | 9789849264652 |
Edition | : | 2nd Print, 2021 |
Number of Pages | : | 400 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
স্টিফেন আর. কোভি এর পূর্ণ নাম স্টিফেন রিচার্ডস কোভি। তিনি জন্ম নিয়েছিলেন ১৯৩২ সালের ২৪শে অক্টোবর। জন্মগতভাবে তিনি একজন আমেরিকান। তিনি একাধারে একজন শিক্ষক, লেখক, বক্তা ও ব্যবসায়ী ছিলেন। তাঁর বক্তব্যগুলো মূলত অনুপ্রেরণাদায়ী, যাকে আমরা বর্তমানে ‘মোটিভেশনাল স্পিচ’ নামেই বেশি চিনি। স্টিফেন আর কোভি এর বই সমূহ হচ্ছে ফার্স্ট থিংস ফার্স্ট, দ্য লিডার ইন মি, দ্য এইটথ হ্যাবিট, প্রিন্সিপ্যাল-সেন্টার্ড লিডারশিপ, দ্য থার্ড অল্টারনেটিভ ইত্যাদি। তাঁর প্রথম বই ছিল স্পিরিচুয়াল রুটস অফ হিউম্যান রিলেশনস (১৯৭০)। এটি ডেসেরেট বুক কোম্পানি থেকে প্রকাশ পায়। তাঁর পরবর্তী লেখাগুলোর পূর্বাভাস হিসেবে এই বইটিকে ধরা যায়। স্টিফেন আর. কোভি এর অনুবাদ বইগুলোর মাধ্যমে তাঁর অনুপ্রেরণাদায়ী বক্তব্য বিশ্বজোড়া মানুষের মধ্যে পৌঁছে যাচ্ছে। বাংলা ভাষাতেও তাঁর বই অনূদিত হয়েছে। তাঁর সবচেয়ে জনপ্রিয় বই হলো ‘দ্য সেভেন হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল’। স্টিফেন আর. কোভি এর বই সমগ্র বিশ্বজুড়ে বিখ্যাত, কারণ তিনি তাঁর লেখার মধ্য দিয়ে মানুষকে অনুপ্রেরণার ছোঁয়া দিতে পেরেছেন। ১৯৯৬ সালের টাইমস ম্যাগাজিন বিশ্বের ২৫ জন সর্বাধিক প্রভাবশালী ব্যক্তির মধ্যে তাঁকে রাখে। ২০০৮ সালে তিনি স্টিফেন কোভি অনলাইন সম্প্রদায় গড়ে তোলেন। ২০১২ সালের ১৬ জুলাই কোভি পৃথিবীর মায়া ত্যাগ করেন। মৃত্যুর সময়ে তিনি উটাহ স্টেট বিশ্ববিদ্যালয়ে জন এম. হান্টসম্যান স্কুল অফ বিজনেসের অধ্যাপক ছিলেন। তাঁর পড়াশোনাও ব্যবসায় অনুষদের সাথে সম্পৃক্ত ছিল। তবে একটা সময় আমেরিকান সেলফ হেল্প বইগুলো পড়ে তাঁর মাথায় চিন্তা আসে যে, এভাবে তিনি অনেককেই হয়তো অনুপ্রাণিত করতে পারবেন। তিনি পিটার ড্রাকার ও কার্ল রজার্সের দ্বারা মনস্তাত্ত্বিকভাবে অনেকটা প্রভাবিত ছিলেন।
If you found any incorrect information please report us