৳ ১৪৫০ ৳ ১২৩৩
|
১৫% ছাড়
|
Quantity |
|
২৭, ২৮ এবং ২৯ জানুয়ারি ২০০ কিংবা তার বেশি টাকার বই কিনলেই পাচ্ছেন ২০০ টাকা সমমূল্যের বই একদম ফ্রি !
বাংলা গল্পের মূল ধারা থেকে মুক্তিযুদ্ধের গল্প একেবারে আলাদা কিছু নয়। আমাদের যাপিত জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তির আলোছায়া, প্রত্যাশা-হতাশার দোলাচলে মিলেমিশে একাকার হয়ে গেছে মুক্তিযুদ্ধের গল্প। এ ধারার গল্পের পটভূমি কেবল একাত্তরের নয় মাসের মধ্যে সীমিত নয়, পরবর্তী সময়ে প্রাত্যহিক জীবনযুদ্ধের প্রবাহের সঙ্গে যুক্ত হয়ে তা উত্তরোত্তর বেগবান হয়েছে এবং বাংলা গল্পের প্রবহমান ধারায় নতুন মাত্রা এনে দিয়েছে। আমাদের জাতীয় জীভনের সবচেয়ে শৌর্য ও গৌরমবয় অধ্যায় হলো একাত্তরের মুক্তিযুদ্ধ এবং মহত্তম অর্জন সে যুদ্ধে বিজয় লাভ। সত্যি বটে অর্জনসমূহ আমরা ধরে রাখতে পারিনি। কুটিল রাজনীতির পাঁকে পড়ে হারিয়েছি অনেক কিছুই। তবু সেটা শেষ কথা নয়। এখানেই আবার ঘুরে দাঁড়ানোর আয়োজনও আছে। তাই কেবল একাত্তরের গল্প নয়, চলমান এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রবহমান জীবনের গল্পই হয়ে ওঠে মুক্তিযুদ্ধের গল্প।মুক্তিযুদ্ধের উপেক্ষিত অথচ অনিবার্য বিষয়-আশয়গুলো নানা মাত্রায় উদ্ভাসিত হয়েছে এই গ্রন্থে। প্রসঙ্গ একই, তবু এ গ্রন্থের প্রতিটি গল্প ভিন্ন ভিন্ন দিগন্ত স্পর্শ করেছে। উত্তাল একাত্তর তো বটেই, একাত্তরের সময়ের প্রত্যাশা ও হতাশা, বিক্ষুব্ধ গণমানসের অস্থিরতা ও আর্তি শৈল্পিক রূপ লাভ করেছে এসব গল্পে। বাংলাদেশ গ্রামপ্রধান দেশ বলেই গ্রামীণ পটভূমি থেকে বিভিন্ন পাত্রপাত্রী এসে জীবনপাত্র মেলে ধরেছে পাতায় পাতায়। তারা কেউ গল্পকারের হাতের ক্রীড়নক নয়, বরং জীবনের স্বাভাবিক বিকাশের স্বার্থে ক্ষেত্রবিশেষ লেখকের ভাবনান গতিপথ নিয়ন্ত্রণ করেছে, আবার নতুন মাত্রায় পথও দেখিয়েছে। আর এদের প্রাণসম্পদের জোরেই গল্পগুলো হয়ে উঠেছে প্রখর গতিময় এবং জীবনমুখী। এই নিয়েই রফিকুর রশীদের মুক্তিযুদ্ধের গল্পসমগ্র।
Title | : | মুক্তিযুদ্ধের গল্পসমগ্র |
Author | : | রফিকুর রশীদ |
Publisher | : | আগামী প্রকাশনী |
ISBN | : | 9789840430956 |
Edition | : | 1st Published, 2023 |
Number of Pages | : | 392 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
রফিকুর রশীদ জন্মগ্রহণ করেন ১৯৫৭ সালের ২৭ সেপ্টেম্বর, মেহেরপুরে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষে ১৯৮৩ সালে সিলেটের এক চা-বাগানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে শুরুহয় তার কর্মজীবন। মন টেকে না চা-বাগানে। অচিরেই যোগ দেন কলেজ শিক্ষকতায়। এখনও আছেন সেই প্রিয় পেশাতেই, মেহেরপুরের গাংনী কলেজে। একান্ত নিভৃতে কাব্যচর্চা দিয়ে লেখালেখির সুত্রপাত হলেও সত্তর দশকের শেষভাগে পত্র পত্রিকায় গল্প লিখেই রফিকুর রশীদের আত্মপ্রকাশ সাহিত্যজগতে। প্রথম গল্পটি লেখেন ছোটদের জন্যে। তারপর দেশের প্রায় সকল উল্লেখযোগ্য কাগজে বিরামহীন লিখে চলেছেন গল্প আর গল্প, সঙ্গে উপন্যাসও। ছোটদের বড়দের সকলের জন্যে। জীবনের সামান্য ঘটনাও শৈল্পিক বর্ণনা এবং বুনুন নৈপুন্যের কারণে তাঁর গল্পে অসামান্য মর্যাদা লাভ করে। চরিত্র চিত্রণ ও বর্ণনার বিশ্বস্ততাই কথাশিল্পী হিসেবে তাকে এনে দিয়েছে বিশিষ্টতা। ছোটদের জন্যে লেখা গল্প এবং উপন্যাসে রফিকুর রশীদ এনেছেন বিপুল বিষয়বৈচিত্র্য। প্রিয় প্রসঙ্গ মুক্তিযুদ্ধ তো আছেই, বিপুল উৎসাহ-উদ্দীপনা-কৌতুহলে ভরা, বিচিত্র বর্ণে বর্ণিল ছোটদের নিজস্ব। ভুবনের আলোচনা উপস্থাপন ঘটে চলেছে তাঁর লেখা শিশু ও কিশোর সাহিত্যে। বাংলাদেশ শিশু একাডেমী থেকে মুক্তিযুদ্ধভিত্তিক গল্পগ্রন্থ ‘প্রভাতফেরি’ প্রকাশের পর শিশুসাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে রফিকুর রশীদ অর্জন করেন এম. নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার এবং কাজী কাদের নওয়াজ শিশুসাহিত্য সম্মাননা।
If you found any incorrect information please report us