৳ ৩০০ ৳ ২৫৫
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
কাটাঘুড়ি হাওয়ায় ভাসতে ভাসতে কোথায় যে হারায়। তার পেছনে ছুটতে ছুটতে দুপুর কুরিয়ে বিকেল, বিকেল হারিয়ে সন্ধ্যা। মনের ভাবনাও তো কাটাঘুড়ির মতোই। কোথায় যে ভেসে যায় কে জানে। কত কথা জমে মানুষের মনে। সেসব কথার সুতোর নাগাল পাওয়া মুশকিল। তবু একদিন মনে হলো লিখে রাখি কথাগুলো। জীবনের জমে থাকা কত কথা যেন অজস্র কাটাঘুড়ি। তাদের কোনটা রঙীন জামা পড়া, কোনটার সাদা কালো। ওয়েব ম্যাগাজিন প্রাণের বাংলায় লিখতে শুরু সেই ভাবনা থেকেই। সবটাই যেনো নিজের সঙ্গে নিজের কথা বলা। নিজেকে ফেলে আসা দিনের আয়নায় ফিরিয়ে দেখা। শৈশব, কৈশোর আর তরুগবেলার কত গল্প লিখতে লিখতে ফিরে এলো কলমের ডগায়। ফিরে এলো গানের পৃথিবীর গল্প, সুরের সাম্পানে ভেসে যাওয়ার গল্প। সবাই ভীড় করে দাঁড়ালো স্মৃতির বারান্দায়। তাদের সঙ্গে ফের দেখা হতেই নিজেই যেনো হারিয়ে গেলাম স্মৃতির ভীড়ে। তবু সব কথা কি বলা হলো? বলতে পারলাম? জীবনের সব কাটাঘুড়ি কি ঝট করে ধরে ফেলা যায়? অনেক গল্প মুড়ির মতোই হাওয়ায় ভাসতে ভাসতে হয়তো হারিয়েই পেলো।
Title | : | কাটাঘুড়ি ৩ |
Author | : | রুমানা মোর্শেদ কনকচাঁপা |
Publisher | : | অনন্যা |
Edition | : | 1st Edition, 2024 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
কণ্ঠশিল্পী কনকচাপা। রুমানা মোর্শেদ কনকচাঁপা। ঢাকায় জন্মগ্রহণ করলেও দাদাবাড়ি সিরাজগঞ্জ। কিন্তু যমুনার ভাঙ্গনে সে ভিটেবাড়ি নদীগর্ভে বিলীন হওয়াতে এই নদীর উপর তার বড়ই অভিমান। বাবা সঙ্গীতানুরাগী চিত্রকর জনাব আজিজুল হক মোর্শেদ। বাংলাভাষার গভীর অরণ্যে হাঁটাহাটির শুরু মা মোমেনা জহানের হাত ধরে। কনকচাঁপার জীবন সঙ্গীতসর্বস্ব। কিন্তু মন পড়ে থাকে লেখালেখি-ছবি আঁকা-বাগান করায়। শুধু কাগজ কলমকে ভালোবাসার প্রবলতায় ছোটবেলায় ডায়েরী, কবিতা, স্মৃতিকথা লেখার পাশাপাশি বন্ধুদের পড়াও নোট করে দিতেন। সঙ্গীতে জাতীয় পুরস্কারসহ সব শাখায় একাধিক বার পুরস্কার পেলেও আপামর মানুষের ভালোবাসাকেই সর্বোচ্চ পুরস্কার বলে মনে করেন। নিজেকে কণ্ঠশিল্পী নয় বরং একজন কণ্ঠশ্রমিক হিসেবে পরিচয় দিতেই তাঁর স্বাচ্ছন্দ্য। ব্যক্তি জীবনে বিশিষ্ট সুরকার ও সঙ্গীত পরিচালক জনাব মইনুল ইসলাম খান এর সহধর্মিনী। ফয়জুল ইসলাম খান মাশুক ও ফারিয়া ইসলাম খান এর গর্বিত জননী। কন্যার বিবাহসূত্রে আব্দুল্লাহ মোহাম্মদ ইয়াহরিয়া’র জননীও বটে। গান, লেখা, বাগান করা, ছবি আঁকা, সেলাই করা, প্রার্থনা করা এসব নিয়েই কেটে যায় তার একেকটি দিন।
If you found any incorrect information please report us