৳ ২৫০ ৳ ২১৩
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি
আগুনের পঙ্ক্তিমালা আজ আমার ৫২তম জন্মদিন শুনেছি কোনো এক কালো রাতের অগ্নিগর্ভ থেকে আমার জন্ম শুনেছি আমার জন্মের সময় তিরিশ লক্ষ লোকের রক্তের প্রয়োজন হয়েছিল আর পাঠ করতে হয়েছিল দুই লক্ষ বীরঙ্গনার সম্ভ্রম কাব্যপাঠ
শুনেছি আমার মায়ের যখন বিয়ে হলো সেই ৪৭শে দুই পরিবারের বহু জল্পনাকল্পনা পাঠ শেষ করে মা বুঝতে পেরেছিলেন ৫২তে আমার ভ্রƒণ এসেছে তারপর
৫৮, ৬২, ৬৬, ৬৯, ৭০—এর দিনগুলো কী যে অস্থির অস্থির ভাব বমি বমি ভাব চোখ ঝাপসা হয়ে আসা রক্তশূন্য হয়ে আসা খিঁচুনি হয়ে আসা
ঘুমাতে না পারা জেগে থাকতে না পারার দিনগুলো স্বপ্নে দেখি কে যেন ধরে নিয়ে যায় সব জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে যায় আমার সোনার সংসার তারপর
হঠাৎ বলা নাই কওয়া নাই (মায়ের ভাষায়): এক কালোরাতে তুই মোচড় মেরে উঠলি আমি বুঝেছি তোর আসার সময় আসন্ন নয় মাসের সমান গগন বিদীর্ণ চিৎকার নিয়ে ৭১—এ
জীবনের সকল সম্ভবনার শক্তি উজাড় করে নিজের জীবন মৃত্যুপথযাত্রী করে নিয়ে এলুম তোকে নতুন সূর্যের আলোর কাছে হে আমার সন্তান স্বাধীনতা।
আজ তোমার ৫২তম জন্মদিন।
সে দিনগুলোর কথা মনে পড়তেই হৃদয় কাঁটা দিয়ে ওঠে শিহরন দিয়ে ওঠে নিমিষেই তারপর
এখানেই শেষ নয় আরো কত শকুনের শ্যেনদৃষ্টি পার হয়ে কত শোষণ শাসনের গল্প জন্ম দিয়ে কত বিদ্রোহী কবিতার জন্ম দিয়ে কত জীবন মানত উৎসর্গ করে অবশেষে পেয়েছিলাম একছলাৎ মুক্ত বাতাস
এটুকুই তবুও বাতাসে মিশে যায় বিষাক্ত ধেঁায়া কুয়াশারা বারবার আসে হিমের হাওয়া নিয়ে তবু
আমি বুনেছি বারবার আগুনের পঙ্ক্তিমালা হে আমার সন্তান স্বাধীনতা।
আজ তোমার ৫২তম জন্মদিন।
বেঁচে থাকো তুমি অনন্তকাল সমান দীর্ঘজীবী হও মনে রেখো তুমি তোমাকে এত দূর বয়ে আনতে আমাকে বহু জল ঢেলে দিতে হয়েছে পদ্মা মেঘনা যমুনা অববাহিকায়
আমাকে দিতে হয়েছে বলিদান সাত বীরশ্রেষ্ঠ সন্তান দিতে হয়েছে এক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিতে হয়েছে শত শত নূর হোসেন এখনো দিতে হচ্ছে নাড়ি ছেঁড়ার উদাসীন হাহাকার মনে রেখো তুমি
তোমার ভাষার গাঁথুনি শহিদ মিনার তোমার জন্ম স্মারক মাথা উঁচু করা স্মৃতিসৌধ তোমার ভালে আমার লাল সবুজের নিশানা হে আমার সন্তান স্বাধীনতা।
আজ তোমার ৫২তম জন্মদিন।
Title | : | আগুনের পঙ্ক্তিমালা |
Author | : | শাহ্ কামাল |
Publisher | : | জ্ঞানকোষ প্রকাশনী |
ISBN | : | 9789849819387 |
Edition | : | 1st Published, 2024 |
Number of Pages | : | 96 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
If you found any incorrect information please report us