৳ ১০০০ ৳ ৭৫০
|
২৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি
ক্রমশ ছোটো হয়ে আসছে পৃথিবী। প্রায়ই ভাবি, কখন না ডাক আসে! কখন না পাড়ি জমাই না-ফেরার দেশে! প্রায়ই তাই ভাবি, কত স্মৃতি জমা হয়েছে আনন্দ-বেদনার, দুঃখ-সুখের, সেগুলো একটু শেয়ার করি। পুলিশি জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে দেখি পেশাগত জীবনের সাথে একাকার হয়ে গেছে ব্যক্তিগত আর পারিবারিক জীবন। কারণ, পুলিশের চাকরি আর দশটা নয়টা-পাঁচটার চাকরির মতো নয়, একটু আলাদা। আমি লেখক নই, তাই লেখার ব্যাকরণ মেনে চলার দায়বদ্ধতাও আমার কম। আমি বড়োজোর জীবনের গল্প বলি; সে গল্পে পেশা, পুলিশিং, পরিবার আর প্রতিবেশ- সব মিলেমিশে একাকার হয়ে গেছে। পুলিশিং আমার শুধু পেশা নয়, কিছুটা নেশাও বটে। আর নিজের মতো করে টুকটাক লেখালেখি আমার ভালোলাগার বিষয়। আমার মতো নিতান্তই অলেখকের এই জগাখিচুড়ি লেখা কারও যদি ভালো লাগে, তো আমার ভালো লাগবে। না লাগলেও ক্ষতি নেই। কারণ, পাখি যেমন করে কাউকে মুগ্ধ করার জন্য নয়, নিজের মতো করে গান গায়, আমিও তেমনি আমার ভালোলাগা থেকেই লিখি। পুলিশিংই আমার চেনা পথ। আর আমি আমার এই পথকে ভালোবাসি- ভীষণ ভালোবাসি। তাই তো সর্বান্তঃকরণে বলি, আমার এই পথ চলাতেই আনন্দ, তাতে খেলে যায় রৌদ্র আর ছায়া, তাতে আসে বর্ষা আর বসন্ত। আমার এই পথ চলাতেই আনন্দ।
Title | : | পথ চলাতেই আনন্দ |
Author | : | মো. মনিরুজ্জামান বিপিএম (বার) পিপিএম (বার) |
Publisher | : | পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড |
ISBN | : | 9789849883647 |
Edition | : | 1st Published, 2024 |
Number of Pages | : | 432 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
মো. মনিরুজ্জামান বিপিএম (বার), পিপিএম (বার) রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে কর্মরত আছেন। তিনি যশোর জেলার ঝিকরগাছা থানাধীন শরীফপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৭৪ সালের ১১ মার্চ জন্মগ্রহণ করেন। পিতা খান কবীর আহমেদ ছিলেন একজন প্রথিতযশা শিক্ষক। মো. মনিরুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট থেকে বিএসসি (অনার্স) ও এমএসসি ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৯৯ সালে ১৮তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ২০১৪ সালে যুক্তরাজ্যের নর্থআন্ত্রিয়া ইউনিভার্সিটি থেকে এলএলবি (অনার্স) সম্পন্ন করেন। বাংলাদেশ পুলিশে কৃতিত্বপূর্ণ অবদান এবং অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের জন্য পাঁচবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-এ ভূষিত হন। বাংলাদেশে উগ্রপন্থা প্রতিরোধে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। দেশের বাইরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কসোভো এবং সুদানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্তব্য পালনের জন্য তিনি চারবার জাতিসংঘ শান্তি পদকে ভূষিত হন। বিজ্ঞানের ছাত্র হলেও মো. মনিরুজ্জামান ছোটোবেলা থেকেই সাহিত্যানুরাগী এবং বিভিন্ন সময়ে সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। পারিবারিক জীবনে তিনি দুই সন্তানের জনক। তাঁর স্ত্রী নাছিমা সুলতানা ইডেন কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
If you found any incorrect information please report us