
৳ 161
১৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
কৈশোর যৌবনের পথ পেরিয়ে প্রত্যেকটি মানুষই এগিয়ে চলে তার চিরায়ত জীবন সড়কে। এরই মধ্যে অনেকটা প্রাকৃতিক। অনেকটা চপলতা। অনেকটা বয়সী আবেগ। বিপরীত লিঙ্গের দুটো মানুষের মধ্যে তৈরি হয় ভালোলাগা। অঙ্কুরোদগম হয় কিছু স্বপ্নের। তৈরি হতে থাকে একেবারে আলাদা একটা ভুবন। দুজনের মতো করে।
এখানেই ট্রাজেডি। স্বপ্ন ভাঙার গল্প তখন জীবন দেবতার কলমে। প্রেক্ষাপট?
পারিবারিক।
সামাজিক।
অর্থনৈতিক।
কিংবা দুটো মানুষের মধ্যে সম্পর্কের টানাপোড়েন।
আড়ালে ভাগ্য দেবতা মুচকি হাসেন। ঠুকে দেন পেরেক। রচিত হয় ভাললাগার এ গল্পের শেষ পৃষ্ঠা। না শেষ হয়না এ গল্প। শুধু বাঁক নেয়। একটু ভিন্ন আঙ্গিকে। মঞ্চ ছেড়ে গল্প চলে যায় মঞ্চের পিছনে। পর্দার আড়ালে। আর মানুষের এই আড়ালটুকুই আমাকে ভাবিয়েছে। শ্রাবণের মেঘ এনে জড়ো করেছে মনের আকাশে। কখনো যে তা দু ফোঁটা বৃষ্টির ছটা হয়নি। ঝরে পরেনি চোখের নদীতে। ভিজে যায়নি বুকের বারান্দা; বিষণ্ণতা আর বিদীর্ণতায়। সে কথাই বা অস্বীকার করি কী করে! তাই আমারও ক্ষুদ্র চেষ্টা ছিল এই নৈঃশব্দ্য বেদনাকে শব্দে গাঁথবার। এই চেষ্টা ছিলো অনেকটা হাহাকারের মতো। অনেকটা আজন্ম কাঠফাটা তেষ্টার মতো। কোথায় যেন লিখেছিলাম –
তোমাকে লিখবো আজন্ম তেষ্টা
তোমার তুমিকে তাই আমার আমিতে নেওয়ার ছিলো কিছুটা চেষ্টা।
তোমার শ্রাবণ দেখেছি, ভিজিয়েছি আমারও দুচোখ।
তাই মেঘে ঢাকা আকাশ আর বৃষ্টির গল্পই হোক ।
তাহলে সে কথাই রইলো। মেঘে ঢাকা আকাশ আর বৃষ্টির গল্প হোক। এই ক্ষুদ্র, আমি না হয় সে গল্পই করলাম। আমি মনে করি। প্রেম, বিচ্ছেদ, বিরহ, দুঃখ, ব্যথা – সে তো জীবনে থাকবেই। তবে তার উদযাপনও থাকা চাই। আসুন আমরা উদযাপন করি। কোন এসিড সন্ত্রাস নয়। কোন ইভটিজিং নয়। অথবা দেবদাস সেজে কোন মাদক নয়।
আমরা শব্দে শব্দে স্মৃতিকে নিঃশব্দ অনুভবে উচ্চারণ করি। উদযাপন করি ফেলে আসা পথের গল্প। যে গল্প অনিবার্য। যে গল্প চলেছিলো। যে গল্প চলছে। এবং যে গল্প চলতেই থাকবে .....
| Title | : | মুদ্রার ওপিঠ (পেপারব্যাক) |
| Publisher | : | কালাঞ্জলি প্রকাশন |
| Edition | : | 1st Published, 2017 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0