৳ ৫৫০ ৳ ৪৬৮
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
১০% নিশ্চিত ছাড় এবং ডেলিভারি একদম ফ্রি !! মাত্র ১০০০ বা তার বেশি টাকার পাঠ্যবই ও অনুশীলনমূলক বই -এর জন্য প্রযোজ্য। কুপন কোড: ACADEMIC ব্যবহার করলেই
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি। কুপন কোড: KHATA
১৮৬৮: ১৬ মার্চ নিজি রাশিয়ার ভোলগা নদীর তীরে অবস্থিত নভোগরদ শহরে জন্মগ্রহণ করেন আলেক্সিয়েই ম্যাক্সিমভিচ পেশকভ। (তারিখটি বর্তমান পঞ্জিকার হিসেবে দাড়াবে ২৮ মার্চ। কারণ সেকালে রুশ দেশে ব্যবহৃত জুলিয়ান পঞ্জিকা বর্তমানে বিশব্যাপী খ্রিস্টাব্দ পণনার গ্রেগরিয়ান পঞ্জিকা থেকে ১২ দিন পিছিয়ে ছিল।) পারিবারিকভাবে তাঁর নাম পেশকভ রাখা হলেও তিনি পরবর্তীতে গোর্কি নামেই বিশব্যাপী পরিচিত হয়েছিলেন। পোর্কি নামটা তার নিজের দেয়া ছিল। রুশ ভাষায় যার অর্থ ছিল তেঁতো। বাবা ম্যাক্সিমসাভভাতেভিচ পেশকভ ছিলেন আস্তাখান শহরের স্টিমশিপ কারখানার জুতারমিত্রি। মা ভর্তারা ভাসিলিয়েভনা পেশকভা। (কুমারী অবস্থায় পদবি কাশিরিনা।) ১৮৭১: গোর্কির বাবা ম্যাক্সিমসাভভাতেভিচ পেশকভ ওলাওঠা রোগে মারা যান। ১৮৭৬ গোর্কির মা মারা যাওয়ার পর তার নানা তাকে জানিয়ে দেয় যে, তারা আর দায়িত্ব নিতে পারবেন না। আর তাই মাত্র ৮ বছর বয়সেই গোর্কি জীবিকা নির্বাহের জন্য একটি জুতার দোকানে সহকারী হিসেবে যোগ দেন। ১৮৭৯: গোর্কি তাঁর মা ভর্তারা ভাসিলিয়েভনা পেশকভা কে হারান। ১৮৮০: বাবা-মা মারা যাওয়ার পর গোর্কিকে শ্রমিকের কাজে নামতে হয়েছিল। হতাশায় নিমজ্জিত হয়ে এই সময় তিনি ঘর ছাড়েন। ১২ বছর বয়সে দাদিকে খুঁজতে গৃহত্যাগ করেন। ১৮৮৪ কাজের সূত্রে তিনি কাজান শহরে আসেন। এই শহরেই তিনি জীবনে প্রথম এমন কিছু মানুষের সঙ্গ লাভ করেন, যারা তাঁর লেখাপড়ার জন্য কিছুটা আনুকূল্য দান করেছিলেন। এই শহরে তিনি চার বছর অবস্থান করেন। এই সময়টাতেই তিনি পাঠ করার সুযোগ পান, রুশ ধ্রুপদী লেখকদের রচনা। এই সময়েই তিনি মার্ক্স ও অ্যাঙ্গেলস এর রচনার সাথে পরিচিত হন। তাদের যৌথ ইশতেহার 'কমিউনিস্ট মেনিফেস্টো পাঠ করার সুযোগও গোর্কি প্রথম পেয়েছিলেন এই সময়ে। ১৮৮৭ ১৪ ডিসেম্বর বিশ বছর বয়সে নদীর তীরে গিয়ে নিজের বুকে গুলি করে আত্মহত্যার চেষ্টা করেন গোর্কি। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা তার জীবনের আশা ছেড়েই দিয়েছিলেন। কিন্তু অলৌকিকভাবে বেঁচে যান তিনি। ১৮৮৮: ১৮৮৮-১৮৯২ সাল পর্যন্ত গোর্কি ঘুরে বেড়ান রাশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে। এই ভ্রমণের ফলে ভলগা ও দন নদীর অববাহিকা জুড়ে বিশাল এলাকার মানুষজন, সমাজ, আর্থ-সামাজিক অবস্থা, আচরণ ও অভ্যাস সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করেছিলেন। ১৮৯০: কাজান থেকে গোর্কি রুশ দেশের নানা জায়গায় ঘুরতে ঘুরতে কখনো চাকরি নিয়ে, কখনো বেকার হয়ে জন্মস্থান নিজনিতে ফিরে আসেন। ১৮৯২: ১২ সেপ্টেম্বর জর্ডিযার রাজধানী তিবলিস থেকে প্রকাশিত 'কাফকাজ' নামের একটি দৈনিক সংবাদপত্রে ছাপা হয় মাকার চুন্দ্রা নামে একটি গল্প। আসল নাম আড়াল করে তিনি আবির্ভূত হলেন ম্যাক্সিম গোর্কি নামে। এই দিনটিকে গোর্কি তাঁর সাহিত্যযাত্রার সূচনা বিন্দুরুপে গণ্য করতেন। ১৮৯৬ গোর্কির রচিত 'চেলকাশ' গল্পটি ছিল রুশসাহিত্য তথা বিশ^সাহিত্যে এক অসাধারণ সংযোজন। আগস্ট মাসে একাতেরিনা পাভলভনা ভোলকিনার সঙ্গে গোর্কির বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই বিবাহ ১৯০৪ সাল পর্যন্ত টিকে ছিল। আইনগত তাদের বিবাহ বিচ্ছেদ না ঘটলেও একত্রে জীবনযাপন আর করেন নি।
Title | : | মা |
Author | : | ম্যাক্সিম গোর্কি |
Editor | : | নূর মোহাম্মদ রাজু |
Publisher | : | কলি প্রকাশনী |
ISBN | : | 9789849732037 |
Edition | : | 1st Published, 2023 |
Number of Pages | : | 368 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
আলেক্সি ম্যাক্সিমোভিচ পেশকভ, যিনি ম্যাক্সিম গোর্কি নামে পরিচিত (জন্ম: ২৮ মার্চ, ১৮৬৮, নিঝনি নভগোরড, রাশিয়া মৃত্যু: ১৮ জুন, ১৯৩৬ (বয়স ৬৮ বছর), গোর্কি-১০, রাশিয়া) ছিলেন একজন রুশ ও সোভিয়েত লেখক এবং সমাজতন্ত্রের প্রবক্তা। তিনি পাঁচবার সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হন।
If you found any incorrect information please report us