৳ ৪৫০ ৳ ৩৮১
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
১০% নিশ্চিত ছাড় এবং ডেলিভারি একদম ফ্রি !! মাত্র ১০০০ বা তার বেশি টাকার পাঠ্যবই ও অনুশীলনমূলক বই -এর জন্য প্রযোজ্য। কুপন কোড: ACADEMIC ব্যবহার করলেই
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি। কুপন কোড: KHATA
বইটি যখন লিখেছিলাম তখন কোনোভাবে এবং কখনও ভাবিনি যে বইটির দু'মিলিয়ন কপি ছাপার বার্ষিকী পালন করার সৌভাগ্য হবে। এ তো অপ্রত্যাশিত অচিন্তিতপূর্ব। যা হোক, বইটি এতো সংখ্যক বিক্রি হবার দৃষ্টিকোণ থেকে নয়, আন্তরিকভাবে আমি সেই সব ব্যক্তির কাছে কৃতজ্ঞ যাদেরকে আমি ভালোভাবে বেঁচে থাকার জন্য একটি সক্রিয় জীবন-দর্শন পেতে সঠিক দিকনির্দেশনা দিতে অগ্রাধিকার দিয়েছিলাম। যে সক্রিয় নিয়মাবলী এই বইটিতে সন্নিবেশিত হয়েছে এবং যা এ বইটি সবাইকে শেখাতে সাহায্য করে তা কিন্তু এমনি এমনি হয়নি, তার জন্য অনেক কষ্ট ক্লেশ অতিক্রম করতে হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে, যাচাই-বাছাই করে জীবনের জন্য একটি যথাযথ পথ খুঁজে বের করতে হয়েছে আর এসবের মাঝেই আমি আমার ব্যক্তিগত জীবনের কঠিন সমস্যাগুলোর উত্তর খুঁজে পেয়েছি। কারণ আমি এমন এক ব্যক্তি, যাকে অনেক জটিলতর মানুষের সাথে কাজ করতে হয়েছে। এ বইটি আমার এমন এক প্রয়াস যা নিবেদিত হয়েছিল আমার আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভে, আর এভাবে তা আমাকে বিশ্বস্তভাবে সাহায্য করেছে। আমার আন্তরিক উপলব্ধি ও বিশ্বাস, একইভাবে তা অন্যদেরও সাহায্যে আসবে। সহজ সরল এই জীবন-দর্শন বিধিবদ্ধ করণের কাজে আমি আমার জীবন জিজ্ঞাসার উত্তর খুঁজে পেয়েছি সৃষ্টিকর্তার শিক্ষা থেকে। আমি শুধু এ সব সত্যকে ভাষায় এবং সুচিন্তিত আকারে বোধগম্যভাবে আজকের মানুষের কাছে বর্ণনা করেছি। জীবনের যে যথাযথ পথ এ বইটি নির্দেশ করে এবং সাক্ষ্য বহন করে তা খুবই অদ্ভুত। এটা সহজসাধ্যও নয়। আসলে তা প্রায়ই কঠিন কাজ, তা সত্যেও এ আনন্দে পূর্ণ, পূর্ণ আশায় এবং জয়লাভে। আমার সুন্দর মনে পড়ছে সেদিনের কথা, যেদিন আমি বইটি লেখা শুরু করার জন্য কীভাবে বসেছিলাম। আমি জানতাম যে সেরা কাজটি করার জন্য আমার যে সামর্থ্য ছিল তার থেকেও অধিক সামর্থ্য আমার প্রয়োজন ছিল, তাই তার জন্য আমার যে সাহায্যের প্রয়োজন ছিল আর আমি বুঝেছিলাম তা আসতে পারে শুধু বিধাতার কাছ থেকে। আমার এবং আমার স্ত্রী দুজনেরই একটি সুচিন্তিত পরিকল্পনা ছিল যে, আমাদের সকল কাজে এবং সমস্যায় আমরা বিধাতাকে সার্বিক সাথী রূপে গ্রহণ করব। তাই আমরা আন্তরিকভাবে তাঁর সাহায্য এবং সঠিক দিকনির্দেশনা চেয়ে প্রার্থনা করতাম এবং আমাদের পরিকল্পনা বিধাতার হাতে ন্যস্ত করতাম। আর যখন পা লিপি প্রস্তুত হতে প্রকাশকের কাছে তা তুলে দেয়ার জন্য তখন আমি আর আমার সহধর্মিণী আবার তা প্রার্থনা সহযোগে বিধাতার উদ্দেশে উৎসর্গ করতাম। আমাদের প্রার্থনা ছিল এই বইটির বিষয়বস্তু যেন মানুষের আরও ফলপ্রসূ, আরও স্বার্থক জীবন যাপনের সহায়ক হয়। যখন প্রথম পঁচিশ মিলিয়ন কপি ছাপাখানা থেকে ছাপা হয়ে আমাদের কাছে এলো ঐ মুহূর্তটি আবার আমাদের কাছে একটি অনুপম আধ্যাত্মিক মুহূর্ত বলে প্রতিভাত হলো। বিধাতাকে পরম ভক্তি ভরে ধন্যবাদ জ্ঞাপন করলাম তার সাহায্যের জন্য এবং বইটি আবার তাঁকে উৎসর্গ করলাম। বইটি লেখা হয়েছিল এ দুনিয়ার সাধারণ মানুষদের জন্য, নিশ্চিত যে আমিও তাদের একজন। আমি জন্মেছিলাম এবং লালিতপালিত হয়েছিলাম মধ্যপ্রাশ্চাত্যের নিবেদিতপ্রাণ এক খ্রিস্টান পরিবারের বিনয়ী পারিপার্শ্বিকতার মধ্যে। এখানকার সবাই ছিল আমার মনের মতো যাদেরকে আমি জানতাম এবং ভালোবাসতাম পরম বিশ্বাসে। যখন পরম বিশ্বাসে তাদের কেউ বিধাতার হাতে নিজেকে সঁপে দিত, বিস্ময়ে অভিভূত হয়ে দেখল, কীভাবে ঐশীশক্তি ও গরিমা সুস্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে তাদের জীবনের উত্তরণে। গভীর উদ্বেগের সাথে বইটি লিখেছিলাম মানুষের দুঃখ, বেদনা, কষ্ট ও অস্তিত্বের সংগ্রামের উপর। বইটি আমাদের শেখায়, কীভাবে মনের শান্তির আবাদ করতে হয় এবং তা বৈরী জীবন থেকে পালিয়ে সুরক্ষিত, নিশ্চল বন্দিত্ব স্বীকার করে নয়, বরঞ্চ তা কাজ করে একটি শক্তি কেন্দ্র রূপে, যা থেকে উদ্ভূত হয় গঠনমূলক ব্যক্তিবর্গের ও সমাজ জীবনের চালিকাশক্তির। এটি শিক্ষা দেয় সঠিক চিন্তার যথার্থতা, খ্যাতি-সুখ্যাতির উপায় বের করার জন্য নয়, ধনসম্পত্তি ও শক্তিধর হবার জন্য নয়। কিন্তু শিক্ষা দেয় কীভাবে বিশ্বাসের বাস্তব প্রয়োগের মাধ্যমে জীবনের পরাজয়কে পরাভূত করে জীবনের গঠনমূলক ও মূল্যবান মূল্যবোধকে সুসম্পন্ন করতে হয়। এক কঠিন ও সুশৃঙ্খল জীবন পথের দিশারী এ বই, আবার এও সত্যি যে বা যারাই তার বা তাদের জীবনে জয়লাভ করেছে, জয় লাভ করেছে এ বৈরী দুনিয়ার নানা বিরূপ ও প্রতিকূল অবস্থার উপর, এ বই নিঃসন্দেহে তাদের জন্যে নিয়ে আসে জয়ের অনাবিল মহানন্দ। যারা এ বইটির প্রদত্ত ও প্রাণবন্ত আধ্যাত্মিক কলাকৌশলগুলো প্রয়োগ ও চর্চা করে বাস্তব জীবনে জয়লাভ করেন তাদের আনন্দঘন বিজয়ানুভূতির কথা আমাকে লিখে জানিয়েছেন এবং যারা এখনও সেই ক্রমন্বিত অভিজ্ঞতা লাভ করছেন আমি কি তাদের জানাতে পারি যে আমি কতো না খুশি। পরিশেষে আমি আমার বইয়ের প্রকাশককে গভীর প্রশংসাবাদ জানাই তাদের অটুট ও অবিরাম সমর্থন ও সহযোগিতার জন্য, বন্ধুসুলভ বিশ্বস্ততার জন্য। দয়াময় ঈশ্বর মানব জাতির কল্যাণে এ বইটি ব্যবহারে নিরন্তর আশীষ দান করুন। নরম্যান ভিনসেন্ট পিল
Title | : | দ্য পাওয়ার অব পজিটিভ থিংকিং |
Author | : | নরম্যান ভিনসেন্ট পিল |
Translator | : | এস. এম. শাহ আলম সৈকত |
Publisher | : | কলি প্রকাশনী |
ISBN | : | 9789849476764 |
Edition | : | 1st published, 2022 |
Number of Pages | : | 336 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
নরম্যান ভিনসেন্ট পিল ছিলেন (জন্ম: মে ৩১, ১৮৯৮, বাওয়ারসভিল, ওহাইও, মার্কিন যুক্তরাষ্ট্র মৃত্যু: ২৪ ডিসেম্বর, ১৯৯৩, পলিং, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র) একজন আমেরিকান প্রোটেস্ট্যান্ট ধর্মযাজক, এবং একজন লেখক ইতিবাচক চিন্তাভাবনাকে জনপ্রিয় করার জন্য সবচেয়ে বেশি পরিচিত। , বিশেষ করে তার সর্বাধিক বিক্রিত বই দ্য পাওয়ার অফ পজিটিভ থিংকিং এর মাধ্যমে।
If you found any incorrect information please report us