৳ ৪০০ ৳ ৩০০
|
২৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
১০% নিশ্চিত ছাড় এবং ডেলিভারি একদম ফ্রি !! মাত্র ১০০০ বা তার বেশি টাকার পাঠ্যবই ও অনুশীলনমূলক বই -এর জন্য প্রযোজ্য। কুপন কোড: ACADEMIC ব্যবহার করলেই
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি। কুপন কোড: KHATA
পাতার বাঁশি
কী যে ভালো লাগে গ্রামে যাই যদি ব্যস্ত শহর থেকে
নরম বাতাস মিঠে মিঠে ছোঁয়া দেহ-মনে যায় এঁকে
খোলা মাঠে গিয়ে দুটি চোখ মেলে তাকালে অনেক দূরে
দেখা যায় শুধু নিবিড় সবুজ, মন হয় ফুরফুরে।
শুনি একটানা দোয়েলের শিস, শালিকের কিচিমিচি
লেজঝোলা পাখি নিমবনে এসে খেয়ে যায় নিমবিচি
বটফল খেয়ে নেচে নেচে কাক দোলায় চিকন শাখা
ঘুঘু ডেকে ওঠে নিঝুম দুপুরে, সেই সুর জাদু মাখা।
তোমরা কি ভাবো গ্রামে গিয়ে আমি চুপচাপ থাকি বসে?
বুনো ঝোপঝাড় মাঠ নদীপাড় কত কী বেড়াই চষে
গহিন বনের পথ ধরে একা রোজ করি ঘোরাঘুরি
পথে হেলে পড়া গাছের পাতারা গায়ে দেয় সুড়সুড়ি।
ফুলখুকিদের কত হাসাহাসি রঙিন পাপড়ি মেলে
ওরা কয়, ওহে গ্রামভোলা খোকা, এতদিন পরে এলে?
আমি বলি, আহা, ও কথা বলো না, শেকড় যায় না ভোলা
কোথা পাব আর তোমাদের মতো বন্ধু হৃদয় খোলা?
হেঁটে যেতে থাকি পায়ে ঠেলে যেই ঝরাপাতা মচমচ
কী যেন কী হায় দৌড়ে পালায়, বুক করে খচখচ!
চেয়ে দেখি পাজি খরগোশছানা, কান দুটি খাড়া তার
চোখের পলকে লুকোয় সে ঝোপে, নেই কোনো খোঁজ আর।
কখনো হঠাৎ কাঁটার আঁচড়ে চোখে জল টলমল
সহসা আবার সব ভুলে যাই খুঁজে পেলে বেতফল
বাতাসের ঠোঁটে সবুজ পাতার বাঁশি বাজে শনশন
কী যে ভালো লাগে! সেই মিঠে সুরে হারায় আমার মন।
সারাদিনমান এখানে-ওখানে টইটই করে কাটে
তবু যে আমার মন ছুটে যায় বিকেলে খেলার মাঠে
পাড়ার ছেলেরা একসাথে করি মন খুলে হইচই
এত নির্মল আনন্দ আর গ্রাম ছাড়া পাব কই?
Title | : | টোটো আর টৈ টৈ |
Author | : | আবেদীন জনি |
Publisher | : | অনুপ্রাণন প্রকাশন |
ISBN | : | 9789849784326 |
Edition | : | 1st Published, 2023 |
Number of Pages | : | 32 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
আবেদীন জনী। শিশুসাহিত্যিক। পেশা অধ্যাপনা। নব্বইয়ের দশক থেকে লেখালিখি শুরু।
শিশুসাহিত্য জগতে তিনি জ্বলজ্বলে নক্ষত্রের মতোই দীপ্তোজ্জ্বল। তাঁর নিরীক্ষামূলক ও নেতিবাচক শব্দ বর্জিত লেখাগুলো শিশু-কিশোরদের আলোকিত জীবন গঠনে এবং মনের সুপ্ত প্রতিভা বিকাশে বিশেষ ভূমিকা রাখবে। লেখকের উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থগুলো হচ্ছে : ‘রায়ানের ঘুড়ি ও বানরবন্ধু’, ‘মায়ের গল্প’, ‘শিয়ালপরি’, ‘ছন্দে ছড়ায় নীতিকথা’, ‘মিঠেকড়া একশ ছড়া’, ‘ছড়ার বাড়ি ছন্দপুর’, সুখের ফেরিওয়ালা’, ‘রাজকন্যা ও গাছকন্যা’, ‘বঙ্গবন্ধুর ছড়া আলো দিয়ে গড়া’ এবং ‘বেলুন আবিষ্কার-বেলুনে বিশ্বভ্রমণ’, ‘কে কতটা হাসতে পারো’ এবং ‘মা ও কাশফুল’। তাঁর ১২টি ছড়া-কবিতা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা কর্তৃক দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক পুস্তকসমূহে প্রকাশিত হয়েছে। সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন- মির্জাপুর রিপোর্টার্স ইউনিটি সম্মাননা ২০১২। শ্রীপুর সাহিত্য পরিষদ পুরস্কার ২০১৪। সাহিত্যদেশ পাণ্ডলিপি পুরস্কার ২০২১। কিডজ কারাভান শিশুসাহিত্য পাণ্ডুলিপি পুরস্কার ২০২২। তাঁর জন্ম ৭ জানুয়ারি ১৯৭৯। টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার উত্তর পেকুয়া গ্রামে। বাবার নাম শুকুর মামুদ। মায়ের নাম মতিজান।
If you found any incorrect information please report us