৳ ১৬০ ৳ ১২০
|
২৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
১০% নিশ্চিত ছাড় এবং ডেলিভারি একদম ফ্রি !! মাত্র ১০০০ বা তার বেশি টাকার পাঠ্যবই ও অনুশীলনমূলক বই -এর জন্য প্রযোজ্য। কুপন কোড: ACADEMIC ব্যবহার করলেই
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি। কুপন কোড: KHATA
মানুষের জীবন তো গল্পময়। গল্প ছাড়া জীবন হয় না। কেউ সে গল্প অপরকে শুনিয়ে তৃপ্তি পায়। কেউ নিজের মধ্যে গল্প পুষে রেখে জীবনকে ভোগ করে। কোনো একজনকে গল্প শুনাতে ইচ্ছে ছিল। সে গল্পের মধ্যে ডুব দেওয়া আর হয়নি। সে গল্পটা সামনাসামনি শুনাতেও পারিনি ।
তবে শুরুটা করেছিলাম গল্প শোনানোর জন্য, সেই শুরুটা নেশাতে পরিণত হয়ে গেছে। সেই কোনো একজন তো চোখের আড়ালে থাকে, মনের আড়াল হয়নি। তাই গল্প শুনাই আড়ালে-আবডালে- অন্তরালে। গল্পের কথা বলার কারণ, আমি আসলে গল্পই লিখি। লিখতে লিখতে গল্পটি উপন্যাসে রূপ নেবে কিনা, সেটাও আমার জানা নেই। উপন্যাস তো বৃহৎ পরিসরের বিষয়। তাই এক্ষেত্রে আমি শিশুই। একটি কথা জোর দিয়েই বলতে পারি, অভিজ্ঞতার বাইরে আমি লিখতে পারি না। যেভাবেই হোক অভিজ্ঞতাটা তার জায়গা দখল করে নেয়। অর্থাৎ বলতে চাচ্ছি, বাস্তবতার বাইরে আমার লেখাতে কাল্পনিক বলে কিছু নেই। যদি আগেই বুঝতাম গল্প দিয়ে জীবন চলে তাহলে হয়তো লিখতাম ঘণ্টার পর ঘণ্টা, আষাঢ়ে বৃষ্টি পড়ার মত। আমার গল্প প্রকাশ হবে, ছড়িয়ে যাবে, এমন ভাবনা মাথায় ছিল না। শিল্প-সাহিত্যের ত্রৈমাসিক ‘অনুপ্রাণন’ গল্প প্রকাশের মধ্য দিয়ে আমার চেতনাকে জাগ্রত করে দিয়েছে। গল্প লিখতে লিখতে তিনটি উপন্যাসও লিখে ফেলেছি। “স্বপ্ন জলে জ্যোৎস্না” তৃতীয় উপন্যাস। পাণ্ডুলিপি পাঠিয়ে বিমুখ হইনি। বরং বুকভরা আনন্দ পেয়েছি। কৃতজ্ঞতা জানাই অনুপ্রাণন প্রকাশকের স্বত্বাধিকারী শ্রদ্ধেয় আবু এম ইউসুফ ভাইকে। মফস্বলে থেকে লেখক হয়ে, বই প্রকাশ করা বড়ই কঠিন কাজ। অথচ সেই কঠিন কাজটা অনেক অনেক সহজ করে দিয়েছে অনুপ্রাণন প্রকাশন। আবারও অসংখ্য ধন্যবাদসহ ও কৃতজ্ঞতা জানাই অনুপ্রাণন প্রকাশনের সাথে জড়িতে সকলকে।
Title | : | স্বপ্ন জলে জ্যোৎস্না |
Author | : | আনোয়ার রশীদ সাগর |
Publisher | : | অনুপ্রাণন প্রকাশন |
ISBN | : | 9789849468981 |
Edition | : | 1st Published, 2020 |
Number of Pages | : | 64 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
আনোয়ার রশীদ সাগর। কবি,গল্পকার ও ঔপন্যাসিক। সাহিত্যের সকল শাখায় তার অবাধ বিচরণ। তিনি নিয়মিত জাতীয় দৈনিক,পাক্ষিক ও সাপ্তাহিক পত্রিকাসহ বিভিন্ন অনলাইনের সাহিত্য পাতায় লেখালেখি করে চলেছেন। ‘জাতিস্মর’ কথাসাহিত্যিক আনোয়ার রশীদ সাগরের এক অনবদ্য সৃষ্টি। তিনি মোহাঃ আনোয়ারুল ইসলাম নামে হারদী মীর শামসুদ্দীন আহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
প্রকাশিত বইগুলোঃ গল্পগ্রন্থ- বিচ্ছিন্ন হতাশা, নোম্যান্স ল্যান্ড, নাচো তুমি ঢেউবুকে, সূর্যাস্তের দ্বিতীয় পর্ব, অণুগল্পের একশো এক শয্যা
কবিতা গ্রন্থ- না যাবো না, ও মেঘ ও নারী, মুখোশ মন্ত্রের ফড়িংকাব্য, বৃষ্টি প্রেমে শ্রাবণ সন্ধ্যা, আকাশ জুড়ে বাজপাখি ছোঁ, দরজা খুলে খুলে যায়।
উপন্যাস- পাখি এক অষ্টাদশীর নাম, স্রোতের কালো চোখ, স্বপ্ন জলে জ্যোৎস্না, খোলাচুলে বনলতা।
অন্যান্য- একাত্তরের রণাঙ্গণে কাকিলাদহ যুদ্ধ, আলমডাঙ্গার রাজনীতি
If you found any incorrect information please report us