৳ ১৬০ ৳ ১২০
|
২৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
১০% নিশ্চিত ছাড় এবং ডেলিভারি একদম ফ্রি !! মাত্র ১০০০ বা তার বেশি টাকার পাঠ্যবই ও অনুশীলনমূলক বই -এর জন্য প্রযোজ্য। কুপন কোড: ACADEMIC ব্যবহার করলেই
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি। কুপন কোড: KHATA
এই অনাত্ম সংসারে- এক হাতে ক্রুশবিদ্ধ হয়ে অন্য হাতে গোলাপ ফোটানোর সাধনা তার নাম- কবিতা-জীবন প্রতিহিংসার শরশয্যায় রক্তাক্ত হয়েও ভীষ্মের মতো অহিংসার কপোত ওড়ানোর চেষ্টা তার নাম- সাহিত্য-সাধনা।br শিল্প-সাহিত্যের সাধনা অপরিমেয় ধৈর্য ও ধী-ঐশ্বর্যের সাধনা; সত্য ও সুন্দরের সাধনা; সীমার মাঝে অসীমের সাধনা। শিল্প-সাহিত্যের শীর্ণ তরীতে সওয়ার হয়ে একজন শিল্পী অকূল-সাগরে পাড়ি জমান; রূপের মাঝে অরূপের সন্ধান করেন। কুমার দীপের কবিতাও রূপের মাঝে অরূপকে সন্ধানেরই নান্দনিক প্রয়াস; জীবনকে সৌন্দর্যের দর্পণে দেখে নেওয়ার আকাক্সক্ষা। ‘কালান্ধ নূপরের ধ্বনি’র মোড়কে অন্তর্ভূক্ত কবিতাগুলো কাল থেকে কালান্তরের যন্ত্রণাময় অভিব্যক্তিকে অনিন্দ্য কাব্যসুষমায় ধারণ করবার চেষ্টা। এই অনাত্ম সংসারে- এক হাতে ক্রুশবিদ্ধ হয়ে অন্য হাতে গোলাপ ফোটানোর সাধনা তার নাম- কবিতা-জীবন প্রতিহিংসার শরশয্যায় রক্তাক্ত হয়েও ভীষ্মের মতো অহিংসার কপোত ওড়ানোর চেষ্টা তার নাম- সাহিত্য-সাধনা।br শিল্প-সাহিত্যের সাধনা অপরিমেয় ধৈর্য ও ধী-ঐশ্বর্যের সাধনা; সত্য ও সুন্দরের সাধনা; সীমার মাঝে অসীমের সাধনা। শিল্প-সাহিত্যের শীর্ণ তরীতে সওয়ার হয়ে একজন শিল্পী অকূল-সাগরে পাড়ি জমান; রূপের মাঝে অরূপের সন্ধান করেন। কুমার দীপের কবিতাও রূপের মাঝে অরূপকে সন্ধানেরই নান্দনিক প্রয়াস; জীবনকে সৌন্দর্যের দর্পণে দেখে নেওয়ার আকাক্সক্ষা। ‘কালান্ধ নূপরের ধ্বনি’র মোড়কে অন্তর্ভূক্ত কবিতাগুলো কাল থেকে কালান্তরের যন্ত্রণাময় অভিব্যক্তিকে অনিন্দ্য কাব্যসুষমায় ধারণ করবার চেষ্টা।
Title | : | কালান্ধ নূপুরের ধ্বনি |
Author | : | কুমার দীপ |
Publisher | : | অনুপ্রাণন প্রকাশন |
ISBN | : | 9789849468936 |
Edition | : | 1st Published, 2021 |
Number of Pages | : | 64 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
১৯৭৮ সালের ২৬শে মার্চ, স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে এক ঝড়-জলের রাতে বাব-মায়ের অষ্টম সন্তান হিসেবে ভ‚মিষ্ঠ হন দীপ। পৈতৃক নিবাস: সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া গ্রাম। মাতুলালয়: একই মহকুমার কাচিহারা গ্রাম। পড়ালেখা: ভুরুলিয়া নাগবাটি মাধ্যমিক বিদ্যালয় [পূর্বনাম জে এন হাইস্কুল] থেকে এসএসসি, শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজ থেকে এইচএসসি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর। উচ্চতর গবেষণা শুরু করলেও শেষ করা হয়ে ওঠেনি। পেশা: শিক্ষকতা। নেশা: উপযুক্ত বইপড়া, গান শোনা এবং লেখালিখি। প্রকৃতির সান্নিধ্য- বড়ই প্রিয় তাঁর। ইতিহাসচেতনা, সংস্কৃতিবোধ, নান্দনিকতা, মুক্তবুদ্ধি এবং মানবতার প্রতি সুগভীর অনুরাগই কুমার দীপের লেখালিখির পাথেয়।
কাব্য গ্রন্থ: কোথাও কোনো মানুষ নেই; ঘৃণার পিরিচে মুখ; রটে যাচ্ছে আঁধার; মাতাল রাতের চাঁদ; কালান্ধ নূপুরের ধ্বনি; অন্ধকার সিরিজ।
গল্প গ্রন্থ: ভালোবাসার উল্টোরথে; যে পাখি ফিরতে পারে না নীড়ে।
প্রবন্ধ গ্রন্থ: নান্দনিক শামসুর রাহমান; আধুনিক বাংলা সাহিত্য : পাঠ ও প্রতিকৃতি; অনন্য শামসুর রাহমান ( কলকাতা); বাংলা কবিতায় ঐতিহ্য ও অন্যান্য অনুষঙ্গ; কথাশিল্পের আঙিনায়; অরূপ মাধুরী।
শিশুতোষ গল্প: পিয়ালের শিয়াল পোষার শখ; বুকের ভেতর বাংলাদেশ।
উল্লেখযোগ্য পুরস্কার/সম্মাননা: গীতিকবিতার জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক-ডেইলি স্টার কর্তৃক পেয়েছেন ‘সেলিব্রেটিং লাইফ এ্যাওয়ার্ড’ ২০১৫ ও ২০১৬। বাগেরহাট জেলা প্রশাসন কর্তৃক ‘জাতীয় পর্যায়ের কবি-সাহিত্যিকদের সাহিত্য সম্মাননা-২০২২। অনুপ্রাণন লেখক সম্মাননা-২০২২।
If you found any incorrect information please report us