৳ 1,200
১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
আবু জাফর শামসুদ্দীনের কোন পুস্তকের ভূমিকা লেখা আমার পক্ষে ধৃষ্টতা মনে হয়। বাংলাদেশের সাংবাদিক-সাহিত্যিক রূপে তাঁর মতো পরিচিত নামের পূর্ণপরিচয় নেহাৎ বাড়তি ব্যাপার। হ্যারিকেনের সাহায্যে কাউকে সূর্য দেখানোর মতো তা হাস্যকর । তবু অনুরোধ পাশে ঠেলে সরিয়ে রাখতে পারিনি। ১৯৭৬। বারো বছর আগেকার কথা। স্বৈরাচারী শাসনের দাপটে ত্রস্ত সারা বাংলাদেশ। প্রতিবাদের টু-শব্দ উচ্চারণেরর এতটুকু সাহস কারো নাই। রাজনীতিবিদগণ খোলে গুটিয়ে গেছেন। শ্বাসরোধী আবহাওয়া। জানালা-কপাট বন্ধ। সেই ক্রান্তিকালে আবু জাফর শামসুদ্দীন এগিয়ৈ এলেন তাঁর নির্ভীক উচ্চারণ নিয়ে। তখন তাঁর বয়স ছেষট্রি বছর।এই প্রৌঢ়জনের বুকে পাটা এত বিস্তৃত হতে পারে ,ভাবা দায়। কিন্তু ইতিহাসে নকিবের দায়িত্ব যাঁরা পালন করেন, বয়সে অত তোয়াক্কা তাঁদের প্রয়োজন হয় না। মৃদুভাষী প্রৌঢ় মানুষটিড ,কিন্তুতাঁর উচ্চারণে দৃঢ়তা ছিল। তাই বৃথা গেল না। ঝিরিঝিরি স্রোত ক্রমশ আশপাশ মাটি সরিয়ে নদীর পথ রচনা করতে লাগল। তেমনিই ব্যাপার ঘটল সেদিন বাংলাদেশে। সময় স্মরণীয় :১৯৭৬ খ্রীস্টাব্দ। কিন্তু আবু জাফর শামসুদ্দীন কেবল সাংবাদিক ছিলেন না। তিনি সাহিত্যিক। লিখেছেন গল্প, উপন্যাস, নাটকও বাদ দেন নি। প্রবন্ধকার রূপে তাঁর খ্যাতিও প্রচুর। রন বক্ষ্যমান গ্রন্থটি আবু জাফর শামসুদ্দীনে আত্নজীবনী। ২৪ আগস্ট ১৯৮৮ তিনি ইহলোক ত্যাগ করেন। আমাদের দূর্ভাগ্য : বর্তমান সঙ্কটকালে তাঁর কণ্ঠস্বরের বড় প্রয়োজন ছিল।আবু জাফর শামসুদ্দীনের সেজ ছেলে আহমেদ পারভেজ শামসুদ্দীন প্রয়াত পিতার রচনা জন -সমক্ষে প্রকাশের সিদ্ধান্ত নিয়ে গভীর সামাজিক দায়িত্ব সচেতনতার পরিচয় দিয়েছে। সুবাদের জন্যে আমি তাকে ধন্যবাদ দিতে অপরাগ। আমি আশা করি,এই পুস্তক জন-সমাদৃত হবে। -- শওকত ওসমান
Title | : | আত্মস্মৃতি (অখন্ড সংষ্করণ) (হার্ডকভার) |
Publisher | : | সাহিত্য প্রকাশ |
ISBN | : | 9847012402238 |
Edition | : | 2016 |
Number of Pages | : | 971 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0