৳ 150
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১১৯৯+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৬৯৯+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
আসসালামু আলাইকুম। বাণিজ্যিক কার্যক্রমের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তীতে স্মরণিকা বের হবে এবং সেখানে আমার বহু বছরের অভিজ্ঞতা থেকে কিছু লেখার জন্য অফিস থেকে বলা হয়েছিল। আমি অনেক পরিশ্রম করে এই লেখাটি লিখেছিলাম। কিন্তু সময়ের কারণে স্মরণিকাটি তখন প্রকাশিত হয়নি। যা হোক, প্রায় সাতটি বছর লেখাটি খামবন্দি করে আলমারিতে তুলে রেখেছিলাম। গত অক্টোবরে মনে হলো তথ্যবহুল এই লেখাটি সাতটি বছর ধারণ করে রেখেছি হৃদয়ে। শ্রদ্ধা, স্নেহ, মায়া, মমতা ও ভালোবাসায় যারা সৃষ্টি করেন তাদের কাছে সেই সৃষ্টি হয় সভানতুল্য। অতএব সিদ্ধান্ত নিলাম আমিই লেখাটি গ্রন্থাকারে প্রকাশ করব। উল্লেখ্য, যখন লেখাটি লিখেছিলাম তখন আমি এতটা অসুস্থ ছিলাম না, বয়সও কিছুটা কম ছিল। বর্তমানে সিয়াম ও আমি জীবনের সিঁড়ি টপকাতে টপকাতে ৩৬ ও ৬১ বছরে। গত তিন বছর যাবৎ আমি বেশ অসুস্থ। আমার সিয়াম বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান। পূর্ণবয়স্ক শরীরে অরণ্যে শিশু মনের গভীরে। আমরা দুজনই লড়াকু। তবে আমি মনে করি আমার সিয়ামের লড়াইটাই বেশি। কারণ আমি তো জন্মে থেকেই অসুস্থ ছিলাম না। আর আমার কলিজার টুকরা কী নিদারুণ কষ্টে, যন্ত্রণায় দগ্ধে জন্ম থেকেই ডাক্তার, ওষুধ, ইনজেকশনসহ আরো কত না ব্যথায় জর্জরিত। যা হোক, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। সুধী পাঠক, সাত বছরের ব্যবধানে বেশ কিছু পরিবর্তন হয়েছে। যেমন-অনেক সহকর্মী আজ আমাদের মাঝে নেই। চলে গেছেন না-ফেরার দেশে। অনেক নতুন উপস্থাপক এসেছেন। যারা মাঝে ছিলেন না তারাও এসেছেন। কেউ কেউ আবার আরো সুন্দর জীবনের প্রত্যাশায় দেশের বাইরে চলে গেছেন। আসলে জীবন তো এ রকমই। শুধু যাওয়া-আসার মাঝখানে যেই সাঁকোটি তৈরি হয়েছে সেই সাঁকোটি পার হতে আমার পরিশ্রমটা একটু বেশিই হয়ে গেছে। আমি তো খুব একটা সুস্থ নই। সিয়ামও বড় হয়ে গেছে। মাশাআল্লাহ। এই লেখাটির জন্য আগে-পরে অনেক তথ্য জোগাড় করতে হয়েছে। আমি যাদের কাছ থেকে এ ব্যাপারে আন্তরিক সহযোগিতা গেয়েছি তাদের সবার জন্য অনেক শ্রদ্ধা ও শুভ কামনা। বিজ্ঞাপন তরঙ্গের অগণিত শ্রোতাবন্ধু, শুভানুধ্যায়ী ও শ্রদ্ধেয় বিজ্ঞাপনদাতাদের জন্য প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। এ ছাড়াও আমার বর্তমান জীবনের প্রেক্ষাপটে আমার সহকর্মী উপস্থাপক বন্ধুরা, বাণিজ্যিক কার্যক্রমের সকল কর্মকর্তা, কর্মচারী, ডিউটি অফিসার থেকে শুরু করে ডিউটি রুম পর্যন্ত যাদের নিত্য পথচলা, কথা বলা, তাদের সবার কাছে আমি ঋণী। খুব কাছ থেকে সবাইকে চিনি। কল্যাণ হোক সবার। সমস্ত প্রশংসা সহান আল্লাহপাকের।
Title | : | উপস্থাপনার সোনালি ডায়েরি (হার্ডকভার) |
Publisher | : | চমনপ্রকাশ |
ISBN | : | 9789849732969 |
Edition | : | 1st Published, 2024 |
Number of Pages | : | 32 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0