৳ ২৫০ ৳ ১৮৮
|
২৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি
কবি মানেই কী বোহেমিয়ান? আমার মনে হয় কবি অন্য দশজনের চেয়েও নিগূঢ়ভাবে জীবনের সাথে লেপ্টে থাকে। জীবনের প্রাণরস আস্বাদন করে। বোধের সড়কে দাঁড়িয়ে দেখে কবি দেখেন সমাজের অনিয়ম, বিচ্যুতি ও বৈষম্য। কবি রফিকুল নাজিম এর কবিতাগুলো পড়ে মনে হয়- সে আমাদের ঘরের ছেলে। আর তাঁর কবিতার পঙক্তিগুলো হলো আমাদের অন্দরমহলের আলাপচারিতা। অথবা বুকের গোপন। কবি যখন তাঁর বইয়ের প্রথম পঙক্তিই শুরু করেন এইভাবে, 'যদি হাসির ময়নাতদন্ত হয়?' এই এক পঙক্তিই পড়ে আপনাকে থামতে হবে। সত্যিই তো- যদি আমাদের হাসির পোস্টমর্টেম হয়, নির্ঘাত ধরা পড়বে আমাদের মিথ্যার বেসাতি। ভেঙে গুঁড়ো গুঁড়ো হবে আমাদের সুখাভিনয়ের মৃৎশিল্প। সত্যিই তো- সব ভোগাস। কবি কতো সহজে আমাদের মনের কথাগুলো অবলীলায় বলেছেন তাঁর 'হাসির ময়নাতদন্ত' কাব্যগ্রন্থে। রফিকুল নাজিম মেদবহুল কবিতা লিখতে পছন্দ করেন না। কবিতাকে পার্লারে যেতে দেন না। রফিকুল নাজিমের কবিতা পড়লেই চেনা যায়। মিতব্যয়ী কবি কবিতাকে প্রয়োজনের অধিক অলংকারে আবৃত করেন না। যেমন- 'কলস যদি যায় গো ভেঙে করে টানাটানি। পাড়ার লোকে কলঙ্ক দেয়- করে কানাকানি?। তখন তুমি পারবে কী আর দেখাতে নিজ মুখটা। আয়না হবে টাঙ্গুয়ার জল নোনা ভেজা চোখটা।' আবার কবি লিখেছেন- 'মানুষ মরলে মানুষ শোক করে। আত্মার শান্তি কামনা করে। কই- কথার মৃত্যুতে তো কেউ 'ইন্না লিল্লাহ' পড়ে না।' মানুষের বুকের চার দেয়ালে কতো কথা মাথা ঠুকে মরে। গোপনে। আড়ালে। এমন চারু পঙক্তির বিন্যাসে লিখেছেন কবিতাগুলো। কবি রফিকুল নাজিম উচ্চমার্গীয় কাব্য ভাষা পরিহার করে সাধারণের ভাষায় কথা বলেছেন কবিতায়। 'হাসির ময়নাতদন্ত' পড়ে পাঠক নিজেকেই প্রতিস্থাপিত করবেন কবির জায়গায়। এটাই কবি রফিকুল নাজিমের অর্জন। প্রেয়সীকে কবি 'দুর্বোধ্য শিলালিপি'র সাথে হিসেবে দেখিয়েছেন- একদিন তোমাকে সুখপাঠ্য মনে হয়েছিল আমার মনে হয়েছিল তুমি খুবই সহজবোধ্য আনন্দপাঠ, তোমার চোখমুখ ঠোঁট দেখে মনে হয়েছিল তুমি বাল্যশিক্ষা আদর্শলিপির অ আ ক খ এর মত প্রাথমিক প্রাথমিক ব্যাপার। 'মানুষ এক পরিযায়ী পাখির নাম' কবিতায় কবি লিখেছেন- শীতে যেমন এখানে পাখিরা আসে- ফাগুনে চলে যায় মানুষ এক পরিযায়ী পাখির নাম, মনে রাখা কার দায়।
Title | : | হাসির ময়নাতদন্ত |
Author | : | রফিকুল নাজিম |
Publisher | : | শব্দকথা প্রকাশন |
ISBN | : | 9789849647331 |
Edition | : | 1st Published, 2024 |
Number of Pages | : | 80 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
কবি ও ছড়াকার রফিকুল নাজিম ১৯৮৬ সালের ১১ ডিসেম্বর নরসিংদী জেলার পলাশ উপলোয় জন্মগ্রহণ করেন। গ্রামীণ আবহে শীতলক্ষ্যার নীলাভ জলে কেটেছে কবি'র দুরন্ত ছেলেবেলা। কৈশোর থেকে কবি লেখালেখি করছেন। শিশুতোষ ছড়া ও গল্প নিয়মিত লিখে যাচ্ছেন তিনি। দেশ ও বিদেশের বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে প্রকাশিত হচ্ছে তাঁর লেখা।
রফিকুল নাজিম মনে করেন শিশুদের জন্য লেখা বেশ কঠিন। তাই দীর্ঘদিন ধরে ছড়া ও শিশুতোষ গল্প লিখলেও এবারই প্রথম শিশুতোষ ছড়ার বই প্রকাশ করেন। অনেকদিনের শ্রমে ঘামে বইটি শিশুদের হাতে তুলে দিচ্ছেন। আমি দৃঢ়ভাবে আশাকরি কবি রফিকুল নাজিমের 'জলফড়িংয়ের দেশে ছড়ার বইটি শিশুদের মনন ও মগজে আলোড়ন তৈরি করবে। শিশুদেরকে পাঠাভ্যাসে বাধ্য করবে।
তাঁর প্রকাশিত গ্রন্থসমূহঃ
১. খড়ের মানুষ (কাব্যগ্রন্থ)
২. সুইসাইড নোট প্রেমপত্র হোক (কাব্যগ্রন্থ)
If you found any incorrect information please report us