৳ ৫২০ ৳ ৪৩২
|
১৭% ছাড়
|
Quantity |
|
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
আমাদের অবস্থার প্রতি লক্ষ করলে দেখা যায়, অসংখ্য মরণব্যাধিতে জর্জরিত হওয়া সত্ত্বেও চিকিৎসা গ্রহণ থেকে আমরা বিমুখ হয়ে আছি। বিপদ ও ক্ষতির ভয়াবহতা আর বিশালতা সত্ত্বেও রোগব্যাধিগুলোকে অন্তরে আসন গেঁড়ে থাকতে সুযোগ করে দিয়েছি। মাঝে মাঝে ওষুধ ভেবে রোগটাকেই ওষুধের স্থানে প্রয়োগ করে বসি। এর ফলে অশুদ্ধ আত্মার রোগীর সংখ্যা দিনদিন বেড়েই চলছে, সুস্থ ও মুক্ত মানুষের সংখ্যা ক্রমেই কমছে। ওষুধের পরিমাণ ও চিকিৎসা-পদ্ধতির প্রতুলতা সত্ত্বেও চিকিৎসকরা চিকিৎসা দিতে ব্যর্থ হচ্ছে। অতএব এ কথা স্পষ্ট যে, যতদিন পর্যন্ত ওহির দাওয়াখানার বাইরে ওষুধ খোঁজা হবে, ততদিন এসব রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে না; বরং সমস্যা আরও বড়ো হবে, আরও বিপজ্জনকভাবে বেড়ে যাবে।
প্রিয় পাঠক, বক্ষ্যমাণ গ্রন্থে আপনি অন্তর-বিধ্বংসী এমনই ১৫টি মহা ব্যাধির স্বরূপ ও প্রতিকার সম্পর্কে জানতে পারবেন, যে ব্যাধিগুলোর ক্ষতি ও ভয়াবহতার ব্যাপারে আজকের অধিকাংশ মানুষই গাফিল বলা চলে।…
Title | : | যে রোগে অন্তর মরে |
Author | : | ড. খালিদ আবু শাদি |
Publisher | : | রুহামা পাবলিকেশন |
Edition | : | 1st Published, 2024 |
Number of Pages | : | 356 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
ড. খালিদ আবু শাদি খালিদ আবু শাদি মিসরের একজন প্রতিভাবান দায়ি ইলাল্লাহ। ১৯৭৩ সালের ১৮ মার্চ গারবিয়াহ প্রদেশের জিফতা নগরীতে তিনি জন্মগ্রহণ করেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেন কুয়েতে। তারপর মিসরের কায়রো ইউনিভার্সিটিতে ফার্মেসি ফ্যাকাল্টি থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। শৈশব থেকেই তিনি প্রখর মেধা ও অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন। কর্মজীবনের একটি বড় সময় তিনি দাওয়াহর কাজে ব্যয় করেন। লেখালেখিকেই তিনি দাওয়াহর মাধ্যম হিসেবে বেছে নেন। তাঁর স্বতন্ত্র রচনাশৈলী আর হৃদয়গ্রাহী উপস্থাপনা সহজেই পাঠকদের নজর কাড়ে। মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়ার অদ্ভুত এক শক্তি আছে তাঁর কলমে। দাওয়াহ কার্যক্রমের ধারাবাহিকতায় একে একে তিনি উম্মাহকে উপহার দেন ১৪টিরও বেশি মূল্যবান গ্রন্থ। ‘ইয়ানাবিউর রাজা’, ‘মাআন নাসনাউল ফাজরাল কাদিম’, ‘সাফাকাতুন রাবিহা’, ‘লাইলি বাইনাল জান্নাতি ওয়ান নার’, ‘বি-আইয়ি কালবিন নালকাহ’ ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য রচনা। এ ছাড়াও বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে তাঁর অসংখ্য মূল্যবান প্রবন্ধ। কখনো বক্তৃতাকেও তিনি দাওয়াহর মাধ্যম হিসেবে গ্রহণ করেছেন। তাঁর হৃদয়-নিংড়ানো আহ্বান অসংখ্য পথহারা তরুণকে দ্বীনের পথে উঠে আসার প্রেরণা জুগিয়েছে। আমরা প্রতিভাবান এই দায়ি ইলাল্লাহর দীর্ঘ কর্মময় জীবন কামনা করি।
If you found any incorrect information please report us