৳ 960
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১১৯৯+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৬৯৯+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
নবির প্রতীক্ষায় ১ : আশ্চর্য রাত:
এখনো হইনি বড়ো, আমি ছোট্ট হরিণের ছানা-
থাকি বন্ধুদের সাথে, মক্কা নগরী মোর ঠিকানা।
এক রাতে দেখলাম মোরা এক ঘটনা মজার-
শোনাব তোমাকে আমি- দেখো না চেষ্টা করে বোঝার!
গগনে উঠল হেসে সুন্দর নতুন এক তারা!
রূপ ও জ্যোতিতে তার গোটা বিশ্ব আত্মহারা।
দিগ্বিদিক ছুটলাম বন্ধুসব মহাকৌতূহলে,
আশ্চর্য পুলকে উঠল সবাই নেচে ওই সকালে।
শুনতে কি চাও, ভাই, কী ঘটেছিল সে রাতে?
এসো, সুখের সে রাতের কাহিনি শুনি একসাথে!
নবির প্রতীক্ষায় ২ : ফুটফুটে শিশু:
গাধা আমি, মালভূমিতে করি বসবাস
যুবক নই আর, একটুতে বয় সঘন নিঃশ্বাস।
একদিন রওয়ানা হলাম মক্কার পথে
তরুণ সাথী সব চলল সাথে সাথে।
মনিব দয়ার সাগর, ধাত্রী হালিমা তাঁর নাম
পেল সে কোন শিশু, বাড়ল সম্মান!
আলোর শিশু কোলে কী যে হলো তার?
শুনতে চাও সে কাহিনি ভীষণ মজার?
শুনবে কি তুমি, ভাই, মোদের এই ভ্রমণের গাথা
সবকিছু খুঁজে পাবে উল্টালে এ বইয়ের পাতা!
নবির প্রতীক্ষায় ৩ : বৃষ্টির আগমন:
ছোট্ট বুনোফুল আমি, নগরীর অদূরেই থাকি
বন্ধু সবাই আমার, আছে যত খেজুরগাছ কিংবা পশুপাখি।
শোনাব তোমাকে আমি গল্প একখানা
সেসময় উপত্যকায় ছিল না বৃষ্টির আনাগোনা।
একদিন লোকজন জড়ো হলো এসে
মোনাজাত করল তারা নয়নের জলে ভেসে।
জানত না তারা, খোদা বৃষ্টি দেবেন কি না?
স্রষ্টার কাছে তবুও তারা করেছিল প্রার্থনা।
জানতে কি চাও তুমি খরা কবে হলো শেষ?
কার আগমনে নিল ধরা এই সবুজের বেশ?
তুমিও কি যাবে ভাই সেই গল্পের দেশে
কাহিনিটা শুনে নাও এ বইকে ভালোবেসে।
নবির প্রতীক্ষায় ৪: সুখী মেষশাবকের পাল:
আমি ছোট্ট মেষশাবকের ছানা
ওই যে দ্যাখো উপত্যকা, ওটাই আমার ঠিকানা।
আলোর শিশু প্রায়ই আসেন ঘুরতে আমার দেশ-
এই কারণে সুখের আমার নেই কো কোনো শেষ!
গোলাপ-সুবাস হাতখানি তাঁর রাখলে শরীর 'পরে
ভালোবাসায় মনটা আমার যায় যে কানায় কানায় ভরে।
উপত্যকায় আসার আগে কোথায় ছিলেন তিনি?
এলেন কখন? ঘটল কী-বা? জানতে চাও নাকি?
মা আমায় বলল সবই তাঁহার জীবনখানা
ইচ্ছে হলেই শুনতে পারো নেই যে কোনো মানা!
নবির প্রতীক্ষায় ৫: মরুভাস্কর:
দুটি উট মোরা মক্কাতে থাকি মিলেমিশে
বন্ধুত্বের এমন নজির বিরল এ বিশ্বে
আজকে মোদের সুখের সীমানা নাই
আলোর শিশুর সঙ্গে যাব মদিনায় যে ভাই।
সাথেই রবে মা আমিনার ছোট্ট কাফেলা
কী হবে, থাকব কোথায়, দেখব কী-বা, কিছুই জানি না!
মদিনায় এসে মিলব শেষে দুই মুসাফিরের সাথ
আলোর শিশুকে দেখার পরে কী হবে বাত?
জানতে কি চাও এ কাহিনি গিয়ে মোদের সাথে?
বইটি খুলে নাও হাতে, ভাই, না পারো যদি যেতে!
নবির প্রতীক্ষায় ৬ : ছায়াদানকারী মেঘ:
এক খণ্ড মেঘ আমি, নই অসামান্য
ছাতার মতন ভেসে চলি হয়ে অনন্য।
আলোর শিশুকে ছায়া দেব শুধুই আমি
এ গুরুদায়িত্ব নিয়ে আকাশেতে ভ্রমি!
ধন্য হলো জীবন যে মোর, বলল সকল মেঘে
যাজক বহিরা বুঝল কী-বা এই দৃশ্যখানি দেখে?
কী দেখেছিল যাজক বহিরা আলোর শিশুর মাঝে
আবু তালিব করলেন কী-বা দামেস্ক সফর শেষে?
আলোর শিশুর সঙ্গ পেয়ে ধন্য হলাম আমি!
সবকিছু জানতে হলে বইটি পড়তে পারো তুমি।
Title | : | নবির প্রতীক্ষায় সিরিজ (১-৬) (পেপারব্যাক) |
Publisher | : | দারসুন পাবলিকেশন্স |
Edition | : | 1st Published, 2024 |
Number of Pages | : | 144 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0