
৳ ৯০০ ৳ ৬৭৫
|
২৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER





স্বাতীকে দেখে ধূসর ভেবেছিল, “স্বাতী ছাড়া এ জীবনের মূল্য কী ? ওকে ছাড়া আমার কী করে চলবে ? ও চলে গেলে সূর্য উঠবে পশ্চিমে, পূর্বে যাবে অস্ত। আমার গলা দিয়ে ভাত নামবে না। কোনো গানে আর সুর থাকবে না। পরীক্ষার প্রশ্ন হবে আরও কঠিন ? প্রথম মাসের স্যালারি দিয়ে আমি করবটা কী ? আমি হয়ে যাব নিঃস্ব।”
যে-কোনো মূল্যে স্বাতীকে ধরে রাখতে চেয়েছিল ধূসর অথচ স্বাতী চলে যাওয়ার পর কিছুই হয় নি। যত সময় গেল স্মৃতি থেকে বিলীন হলো।
আরেকদিকে ঝুম। তাকে দেখে ধূসর ভেবেছিল, “ঝুম থাকলেও চলে, না থাকলেও চলে। ওকে ছাড়াও দিন হয়, রাত বারোটায় নতুন তারিখ আসে। ওকে ছাড়াও ষড়ঋতু, ইংরেজি বারো মাস। ও না থাকলেও ১৪ এপ্রিল পহেলা বৈশাখ, আর ১৪ ফেব্রæয়ারি ভালোবাসা দিবস। ও থাকলেই আমার কী ? আর না থাকলেইবা কী ? ওকে আমার প্রয়োজন নেই। ওকে ছাড়া আমার দিব্যি চলবে। ও যাক চলে। ওকে কেন আমার রাখতেই হবে ? কী দরকার ?”
তারপর একদিন টের পায়, ও চলে যাওয়ার পর সব শেষ। গলা দিয়ে ভাত নামে না। ডিউটি টাইম আর শেষ হয় না। স্যালারির টাকা অনর্থক লাগে। আজ কয় তারিখ, কী বার কিছুই মনে থাকে না। রাতে ঘুম হয় না। পৃথিবী জনশূন্য লাগে। যত সময় যায় তত আরও তারে মনে পড়ে। কেমন দমবন্ধ দমবন্ধ লাগে। শত চেষ্টা করেও তাকে ভোলা যায় না—তার প্রতি ভালোবাসা যেন চক্রবৃদ্ধিহারে বেড়েই চলে। সুদে আসলে হৃদয় হয় দেউলিয়া।
Title | : | সেদিন |
Author | : | লামইয়া চৌধুরী |
Publisher | : | অন্যপ্রকাশ |
ISBN | : | 9789849933441 |
Edition | : | 1st Published, 2025 |
Number of Pages | : | 352 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
যে সময়টায় পড়ার টেবিলে বসে বইয়ে মুখ গুঁজে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখবার কথা, ঠিক সে সময়টায় লেখক হওয়ার স্বপ্নে মাতাল এক তরুণী। প্রিয়জনদের কাছে যে কিনা স্নেহ নামে অধিক পরিচিত। পড়ার টেবিলের চেয়ে সমুদ্রের উত্তাল ঢেউ, ঝুম বৃষ্টি, মেঘে ঢাকা চাঁদ, পুরোনো গল্পের বইয়ের তাক, কৃষ্ণচূড়ার লাল গালিচা, কবিতার ছন্দ তাকে বেশি টানে। চুম্বকের মতন আকর্ষণ করে গভীর রাতে গল্প বলা প্রতিটা নিশ্চুপ জানালা, মুক্তজীবন! জন্ম ২০০০ সালের ১০ আগস্ট। পিতা মোঃ দেলোয়ার হোসেন চৌধুরী মাসুদ, মা জাকিয়া মান্নান জুনু। পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়ার চিনাইর, চৌধুরী বাড়ি। মাতুলালয় পাশের গ্রাম চাপুইর, সাহেব বাড়ি। জন্ম এবং বেড়ে উঠা কুমিল্লায়। ২০১৭ সালে আওয়ার লেডী অব ফাতিমা গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিক এবং ২০১৯ সালে কুমিল্লা সরকারি মহিলা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেছেন। "সেদিন" তাঁর প্রথম বই।লামইয়া চৌধুরী। ডাকনাম স্নেহ। লেখালেখিতে আসেন মায়ের অনুপ্রেরণায়। খুব ছোটবেলা থেকেই লেখালেখির সাথে তিনি মিশে আছেন। মাত্র ১৭ বছর বয়সে তিনি লিখেছিলেন তাঁর প্রথম উপন্যাস। পরবর্তী সময়ে, কয়েক বছর পর, সেটি বইয়ে রূপ নেয়। তিনি শিখতে ভালোবাসেন। তাঁর প্রিয় শখ প্রতিনিয়ত নিজেকে ভেঙেচুরে নতুন করে গড়ে তোলা। তিনি স্বপ্ন দেখা এবং স্বপ্নকে সত্যি করায় বিশ্বাসী। জন্ম ২০০০ সালের ১০ আগস্ট। পিতা মোঃ দেলোয়ার হোসেন চৌধুরী মাসুদ, মা জাকিয়া মান্নান জুনু। পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়া চিনাইর, চৌধুরী বাড়ি। মাতুলালয় চাপুইর সাহেব বাড়ি। জন্ম এবং বেড়ে ওঠা দীঘির শহর কুমিল্লায়। শিক্ষাজীবন শুরু হয়েছিল নজরুল মেমোরিয়াল একাডেমীতে। ২০১৭ সালে আওয়ার লেডী অব ফাতিমা গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিক এবং ২০১৯ সালে কুমিল্লা সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন। বর্তমানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যয়নরত। অমর একুশে বইমেলা ২০২০-এ প্রকাশিত প্রথম বই 'সেদিন', ২০২১-এ প্রকাশিত দ্বিতীয় বই 'যে শ্রাবণে ফাগুন', ২০২২ সালে প্রকাশিত হয়েছে 'তুমি একটুখানি তো জল', ২০২৩-এ প্রকাশিত বই 'উৎসর্গ' এবং ২০২৪-এ প্রকাশিত বই 'ফ্ল্যাট নম্বর নয় ছয়&
If you found any incorrect information please report us