
৳ ৬৬০ ৳ ৪৯৫
|
২৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
একাডেমিক বইয়ে ১০% পর্যন্ত ছাড়





“কেমন যেন এক বিষণ্ণতা ভর করেছে। সাধারণত এমন অনুভূতিগুলো মানব মনে আত্মহত্যার প্রবণতা বাড়ায়। আমার ক্ষেত্রেও সেটিই ঘটতে যাচ্ছে। মেট্রো স্টেশনে বসে আছি। সামনে একটার পর একটা মেট্রো যাচ্ছে। আমি উঠছি না। আমার যেন কোথাও যাওয়ার তাড়া নেই। কোনও পিছুটান নেই। হুট করে আমার চোখে ভেসে উঠল মেট্রো লাইনের উপর পড়ে থাকা আমারই দ্বিখণ্ডিত দেহ। রক্তাক্ত চারপাশটায় আমি দেখতে পেলাম আমারই মত বেঁচে থাকার আগ্রহ হারিয়ে ফেলা একদল উৎসুক জনতা ফ্যালফ্যাল করে চেয়ে আছে।নিজেকে ধাতস্থ করবার বিফল চেষ্টা করলাম। আমার কেবলই মনে হচ্ছে নিজের শরীরটা মেট্রোর লাইনের উপর ছুড়ে ফেলি। এই জীবনের অবসান এবার ঘটুক। কিন্তু পারছি না। অতটা নির্বোধ হতে পারিনি কিংবা অতটা সাহসী। কান্না পাচ্ছে। প্রচণ্ড কান্না পাচ্ছে। চোখ ভিজে এসেছে। জল ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। জনসম্মুখে নির্লজ্জের মত কাঁদতে পারছি না। মানুষ হয়েও কান্নার স্বাধীনটুকু আমরা পাইনি। কান্না পৃথিবীর ন্যক্কারজনক অনুভূতির একটি, যা কাউকে দেখাতে নেই। যা কেউ দেখে ফেললে নিজের বলে আর কিছু অবশিষ্ট থাকে না।”
Title | : | ক্লাউড নাইন |
Author | : | ফাহমিদা ফারুক |
Publisher | : | দেশ পাবলিকেশনস |
Edition | : | 1st Published, 2025 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
ফার্মাসি বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করা ফাহমিদা ফারুকের জন্ম ২৮ এপ্রিল, চট্টগ্রামে। বর্তমানে একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। পিতা মোহাম্মদ ওমর ফারুক ছিলেন পিএইচপি গ্রুপ অভ ইন্ড্রাস্টির একজন উচ্চপদস্থ কর্মকর্তা। সেই সুবাদেই পরিবার সমেত চট্টগ্রামে থেকেছেন প্রায় দেড় যুগেরও বেশি সময়। বর্তমানে তিনি ঢাকার একজন স্থায়ী বাসিন্দা। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন, সবকিছুতেই পারদর্শী হবার। একটি একটি করে সেই স্বপ্ন বাস্তবায়িত করে চলেছেন প্রতিনিয়ত। শিক্ষাজীবনে স্কাউট, বিজ্ঞানমেলায় অংশগ্রহণসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় এই পর্যন্ত অর্জন করেছেন প্রায় ত্রিশটিরও বেশি পুরষ্কার। স্কুল জীবনে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনের জন্য পেয়েছিলেন বৃত্তিসহ উপহার হিসেবে গল্পের বই। সেই গল্পের বই দিয়ে প্রথম শুরু তার সাহিত্যপ্রীতি। প্রথম লেখা উপন্যাস 'স্বপ্নের অনুবাদ' হলেও প্রথম প্রকাশিত বই 'মন খারাপের রং সাদা' প্রকাশ পায় ২০১৬ সালে। প্রথম বই বেস্ট সেলারের তালিকায় আসার পর থেকেই লেখালেখিতে আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল দ্বিগুণ। সেই বিশ্বাস থেকেই ফার্মাসিস্ট হয়েও নিজেকে লেখক দাবি করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।
তার অন্যান্য বইসমূহ:
বিবমিষা (ক্রাইম থ্রিলার)-অবসর
অ্যান্টিডোট (মেডিকেল থ্রিলার)-নালন্দা
মায়াবী মুখোশ (রোমান্টিক ফিকশান)-সময়
মৃত্যু(ফিকশান)-সময়
মন খারাপের রং সাদা(ফিকশান)
If you found any incorrect information please report us