
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER





সকলেই কবি নয়, কেউ কেউ কবি-জীবনানন্দ দাশের এই কেউ কেউ একটা চমৎকার মেটাফোর। এই কেউ কেউ'র মধ্যে তরুণ কবি সাজেদুর আবেদীন শান্ত ভবিষ্যতে একদিন দলভুক্ত হবে এই আশা আমরা করতেই পারি। কবি হওয়ার যে কী দুঃসহ যাতনা! শরীরের প্রতিটা রক্তের শিরায় শব্দের আঘাত, বাক্যের আঘাত সহ্য করতে না পেরে একজন কবি লেখার মাধ্যমে যন্ত্রণা প্রশমিত করে। সাজেদুর আবেদীন শান্ত তার মগজে এক ঝাঁপি কবিতা নিয়ে ঘুরে বেড়ায়, ভবিষ্যতে আমরা সেগুলো নিশ্চয়ই দেখতে পাব। একটা সময় সামাজিক যোগাযোগমাধ্যম ছিল না। কবিদের লেখা যতক্ষণ না প্রকাশিত হতো, ততক্ষণ পাঠকের হাতে তা পৌঁছাত না। যা প্রকাশিত হতো না, থেকে যেত অপ্রকাশিত। বর্তমান যুগ পাল্টেছে। কবিরা তাদের লেখা নানান মাধ্যমে লেখেন, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে। সুতরাং কোনো বই প্রকাশিত হওয়ার আগেই পাঠক সেই কবি সম্পর্কে অবগত হন। সাজেদুর আবেদীন শান্ত'র এই বইয়ের অনেক কবিতা সামাজিক প্লাটফর্মে লিখেছে এবং পাঠকের বাহবা কুড়িয়েছে। তার লেখায় জীবনানন্দ দাশের মতো প্রকৃতি এবং মির্জা গালিবের কবিতার বিরহ আর দর্শনের একটা চমৎকার মিথস্ক্রিয়া আছে। পাঠক এক ভিন্নমাত্রায় ভাবিত হবেন, চালিত হবেন। পাপ করতে আগ্রহী-কিন্তু অন্যায় না, আত্মহত্যা একজন কবির মৌলিক অধিকার, প্রেমিকার অন্তর্বাসের নিচে প্রেমিকের এক বিষণ্ণ পৃথিবীর আবিষ্কার-এসব সাহসী রূপক কবিতার পাঠককে এক ভিন্নমাত্রায় ভাবিত করবে বলে আমার বিশ্বাস। সমসাময়িক রাজনীতি ও রাষ্ট্রযন্ত্রের অপশাসনও ফুটে উঠে তার কবিতায়। শান্ত অশ্বত্থের মতো বিশাল বৃক্ষ হয়ে উঠুক। তার ডালপালাময় কবিতা হয়ে উঠুক। প্রেম, সমাজ, দ্রোহ, রাজনীতি, রাষ্ট্র তার নিকট বোধিপ্রাপ্ত হোক-এই প্রত্যাশা তার নিকট সব সময়। আমি সাজেদুর আবেদীন শান্ত'র কবিজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করি।
Title | : | ঈশ্বর ও হেমলক |
Author | : | সাজেদুর আবেদীন শান্ত |
Publisher | : | উন্মেষ প্রকাশন |
Edition | : | 1st Published, 2025 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
সাজেদুর আবেদীন শান্ত একাধারে কবি, সম্পাদক ও গণমাধ্যমকর্মী। শৈশবে স্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত হয় তার প্রথম কবিতা। বর্তমানে তিনি বিভিন্ন পত্র-পত্রিকায় কবিতা, গল্প, ফিচার ও কলাম লেখেন।
তার প্রকাশিত কাব্যগ্রন্থ ‘আষাঢ়, তুই এবং মৃত্যু’ (২০২১) ও ‘স্নিগ্ধ ভোর অথবা মৃত্যু’ (২০২২), ঈশ্বর ও হেমলক (২০২৫)। এ ছাড়া তিনি নিয়মিত সম্পাদনা করেন শিল্প-সাহিত্যের সাময়িকী ‘উন্মেষ’।
If you found any incorrect information please report us