
৳ ৪০০ ৳ ৩০০
|
২৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
একাডেমিক বইয়ে ১০% পর্যন্ত ছাড়





আজকাল নানা রকমের হইচই চলছে। কেউ বলছে ওরা খুব বুদ্ধিমান, কেউ বলছে ওরা অতি চালাক, কেউ বলছে ওরা আর মাথা তুলতে পারবে না। কিন্তু এই কথাটা কেউ বলতে সাহসই পাচ্ছে না যে বাঙালির ছেলেমেয়েরা গল্প শুনতে, পড়তে ভালোবাসে না। এখনো লাইব্রেরিগুলো ওরাই পছন্দের বইয়ের খোঁজ করে। এদের জন্যেই বই কেনার একটা বরাদ্দ রাখতে হয় ওদের অভিভাবকদের। এখন আর টিফিনের পয়সা বাঁচিয়ে বই কিনতে হয় না বাচ্চাদের হাতেও এখন বেশ টাকা। মোবাইল এখন ওদের একনম্বর পছন্দ কিনা বলতে পারি না, কিন্তু বইমেলাতে তো দেখতে পাই ওরাই বই কেনে বেশি, অভিভাবকেরা নিজেরা কতগুলো বই কেনে তা বলতে পারব না, কিন্তু তাঁরা মেলাতে আসেন ছোটোদের জন্যেই।
সে কথা ভেবে অনেকদিন ধরে ছোটোদের সঙ্গে একটু বেশি মেলা-মেশা করে ওদের পছন্দের একটা তালিকা করছিলাম। তারপরে ওদের ইন্টারভিউ নিয়ে বাছাই করে একটা ফাইনাল তালিকা করে তাই দিয়ে এই বইখানা সাজিয়ে ফেললাম। যখন সাজাচ্ছিলাম তখন আমার বেশ কয়েকজন ছোটো শিষ্য-শিষ্যারা সেগুলো নিয়ে কাড়াকাড়ি করছে দেখেই প্রকাশকসাহেব বললেন। এটাই আমাকে সাজিয়ে দিন।
তো এতোদিন সেই গোছানোর কাজটা সেরে ফেলে সাজানোর কাজটা সেরে ফেলা হলো। ছোটোরা যা চায় (দেখলাম, বড়োরাও ছোটোদের হাত থেকে কেড়ে নিজেদের ব্যাগে ঢুকিয়ে নিচ্ছে) তা পেয়ে গেছে। মাস্টারসাহেব আপামণিরা, সরি, স্যার-ম্যাডামরা দেখচ্ছেন ছেলেমেয়েগুলো হঠাৎ মনোযোগী হয়ে উঠেছে কী করে? তাঁরাও বুঝতে পেরেছেন মনের যোগ ঘটাতে এই বইখানার তুলনা নেই। সব রকম স্বাদের গল্প নিয়ে এ-একটা গল্পের মহাভোজ। কী নেই রোমাঞ্চ, ডিটেকটিভ, রহস্য, রূপকথা, ময়দানি গল্পের একটা পুষ্টিকর ককটেল।
আমি ভাবছি প্রকাশকসাহেব বিপদে ফেললাম। এই মন্দার বাজারে এত ভালোবইটা ধরে রাখতে পারবেন তো? বলছেন তিনি, সে স্যার আমি দু'দিনেই বই ছাপিয়ে ফেলব।
হাজার হাজার ছেলেমেয়েদের ভরসা এই বই। ওরা এখন ফেসবুকে বন্ধুদের জানিয়ে দিচ্ছে সেরা বইখানার খবর। সেরা খবরও ভাইরাল হয় বুঝি।
Title | : | চোর-গোয়েন্দার গল্প |
Editor | : | মাইনুল ইসলাম |
Publisher | : | সাহিত্য কুটির |
ISBN | : | 9789849829294 |
Edition | : | 1st Published, 2025 |
Number of Pages | : | 176 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
If you found any incorrect information please report us