
৳ ১২০ ৳ ১০২
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
একাডেমিক বইয়ে ১০% পর্যন্ত ছাড়





লেখকের কথা মানুষের আগে পৃথিবী পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছিল জিনদের। তারা অন্যায় অনাচার, হানাহানি আর খুনোখুনির মাধ্যমে পৃথিবীকে করে তুলেছিল বিপর্যস্ত। ফলে মহাবিশ্বের স্রষ্টা ও মালিক পৃথিবী পরিচালনার দায়িত্ব থেকে তাদের অপসারিত করেন। মহান আল্লাহ্ তাঁর এই সুন্দর পৃথিবী পরিচালনার জন্যে জিনদের স্থলাভিষিক্ত করেন মানুষকে। পৃথিবীর খলিফা হয় মানুষ। পৃথিবী পরিচালনার জ্ঞান দিয়েই মানুষকে পাঠানো হয় এখানে। কালক্রমে নিজের কুপ্রবৃত্তি ও জিন শয়তানের প্ররোচনায় মানুষ পৃথিবীতে জড়িয়ে পড়ে অন্যায় অনাচার, হানাহানি ও খুনোখুনিতে। মানুষকে সত্য ও সঠিক পথে পরিচালিত করার জন্যে মহান আল্লাহ্ যুগে যুগে নবী-রসূল পাঠাতে থাকেন। নবুয়্যতি মালার সর্বশেষ কড়ি (নবী) হলেন বিশ্বনবী মুহাম্মদ রসূলুল্লাহ সা.। তিনি এসে ধ্বংসোন্মুখ মানুষকে অগ্নি গহ্বরের কিনারা থেকে টেনে তোলেন। তিনি গড়ে তোলেন সুন্দর মানুষের নতুন পৃথিবী। তিনি সোনার মানুষের সুন্দর পৃথিবী গড়েছেন: ০১. আল্লাহ্ শাশ্বত বাণী আল কুরআন দিয়ে এবং ০২. নিজের শ্রেষ্ঠ চরিত্র ও আদর্শ নীতিমালা দিয়ে। মন্দ সমাজকে বদলে দিয়ে সত্য সুন্দর ও অনাবিল ন্যায়নীতির যে সোনালি সমাজ তিনি গড়ে গিয়েছিলেন, জানা পৃথিবীর ইতিহাসে তা এক অনন্য, অপূর্ব ও অসাধারণ সমাজ ব্যবস্থা। আধুনিক বিশ্বে আজ যে অন্যায় অনাচার হানাহানি ও রক্তপাত চলছে, তার মূল কারণ- বিশ্বনবী মুহাম্মদ রসূলুল্লাহ্র সেই অনিন্দ অনাবিল আদর্শ থেকে মানুষের বিচ্যুতি। বিপর্যস্ত পৃথিবীর মুক্তি পাগল মানুষ সত্য, সুন্দর ও শান্তির অন্বেষায় আজ উদগ্রীব। আর সেই সত্য সুন্দর ও শান্তির দিশা রয়েছে একমাত্র মুহাম্মদ রসূলুল্লাহ্র রেখে যাওয়া আদর্শে।
Title | : | বিশ্বনবীর চুক্তি ও ভাষণ |
Author | : | আবদুস শহীদ নাসিম |
Publisher | : | সেন্টার ফর এডুকেশন, রিসার্চ এ্যান্ড ট্রেইনিং (CERT) |
Edition | : | 1st Published, 2015 |
Number of Pages | : | 112 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
If you found any incorrect information please report us