
৳ ৪২৫ ৳ ৩৮৩
|
১০% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
একাডেমিক বইয়ে ১০% পর্যন্ত ছাড়





শিক্ষকতাকে ভালোবেসে প্রায় এক-যুগেরও বেশি সময় আমরা শিক্ষকতা পেশায় আছি। অন্যপেশায় যাওয়ার কোনোদিন চেষ্টা করিনি। সুযোগ হয়েছে দেশের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের সাথে নিবিড় সান্নিধ্য লাভ এবং খ্যাতনামা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করার। সেই সুবাদে জানা হয়েছে শিক্ষার্থীদের সমস্যা ও প্রত্যাশার কথা। এটা সত্য যে, সময়ের সংক্ষিপ্ততার মাঝে অনেক শিক্ষার্থীর সময় হয়ে ওঠে না শত শত পৃষ্ঠার ব্যাকরণ বই পড়ে সেখান থেকে নোট তৈরি করে পরীক্ষায় ভালো করা। বাজারে যে বইগুলো রয়েছে সেখানে কোনো ব্যাকরণ বইয়ের সব অংশের উপস্থাপনা আকর্ষণীয় নয় বলে মনে করে শিক্ষার্থীরা। কাজেই যে কোনো একটি ব্যাকরণ বই তাদের সব চাহিদা পূরণ করতে পারে না। একাধিক বই কেনার সামর্থ্য অনেকের নেই। আবার যদি সামর্থ্য থাকেও তবে একাধিক বই পড়ার সময় তাদের নেই। এ ক্ষেত্রে যারা গুরুগৃহে বিদ্যার্জনে যায়, তারা কিছু কিছু হ্যান্ডনোট পেয়ে থাকে। কিন্তু সবার পক্ষে সে সুযোগ গ্রহণ করা সম্ভব হয় না, সময় ও সুযোগের অভাবে। এ বইটি রচনা ও সম্পাদনার গুরুভার গ্রহণ করতে গিয়ে আমরা এসএসসি বোর্ড ব্যাকরণকে অক্ষুণ্ণ রেখে বাংলা ভাষা ও ব্যাকরণের অনেক আকর গ্রন্থের সাহায্য নিয়েছি। আমরা মনে করি বোর্ড ব্যাকরণ বইটি মাতৃদুগ্ধের সমতুল্য। আমাদের এ প্রচেষ্টা মাতৃদুগ্ধ পানের আগ্রহকে আরো সমুন্নত করতে সাহায্য করবে। বাংলা ব্যাকরণের শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের মন ও মননের সাথে আমাদের প্রত্যক্ষ পরিচয়। কাজেই একটা দায়বদ্ধতা রয়েই যায়। সে দায়বদ্ধতা থেকেই এ ক্ষুদ্র প্রচেষ্টা। আশা করি বইটি মাধ্যমিক পরীক্ষার্থীদের চাহিদা পূরণে সক্ষম হবে। বইটি রচনায় যাঁরা অনুপ্রেরণা যুগিয়েছেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করছেন তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা রইলো। বইটি প্রকাশের দায়িত্ব নেওয়ায় মানহা পাবলিকেশনকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই। বইটির কোন অংশ কিংবা বিষয় নিয়ে বুঝতে কোন অসুবিধে অথবা যে কোন পরামর্শ থাকলে তা নিম্ন ঠিকানায় জানালে সমাধানের চেষ্টা করা হবে।
Title | : | চমক বাংলা ব্যাকরণ ও নির্মিতি : নবম- দশম শ্রেণি |
Editor | : | প্রকাশ হালদার |
Publisher | : | মানহা পাবলিকেশন |
Edition | : | 2025 |
Number of Pages | : | 344 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
If you found any incorrect information please report us