৳ 150
১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
জীবনানন্দের সেই অমোঘ বাণী আমরা সকলেই জানি ‘সকলেই কবি নয় কেউ কেউ কবি’। তানভীর মোকাম্মেল কবি এবং সকল ফ্রেম ও ফরমেট ছাড়িয়েই তিনি কবি। তার কবিতার ভ‚-প্রকৃতি জুড়ে নদীর কল্লোল ছড়িয়ে রয়, নদী বেয়ে বেহুলার ভেলা ভাসে, বেহুলার চোখে বাংলাদেশ উঠে আসে, কিংবা বাংলাই হয়ে ওঠে একাত্তরের বেহুলা। নদী ও নারী তার কবিতায় শাশ্বত বাংলার রূপ নিয়ে দেখা দেয়। অথবা বাংলাদেশই কখনো-বা তার কবিতায় নারী ও নদীর পালাবদলে ধরা দেয়। তার চলচ্চিত্রের মতো কবিতাতেও নদী ও নারী সৃষ্টির প্রেরণা হয়ে কাজ করে। নেহাতই ভাবের ঘোরে কবিতা লেখেন না তানভীর মোকাম্মেল। রাষ্ট্র, সমাজ, রাজনীতি, বৈশ্বিক পরিপ্রেক্ষিত এবং একান্ত বাংলা তার কবিতায় আসে দায়বোধ থেকেই। তার বোধের জগৎ জুড়ে দেশভাগ, মুক্তিযুদ্ধ বিচরণ করে। একাত্তরের বাংলাদেশ, শরণার্থী-শিবির, মুক্তিযোদ্ধারা তার কবিতার অভায়রণ্যে ঠাঁই পায় পরম আদরে। বাংলাদেশ তার কবিতায় কখনো দেশ ভাগের আঁচড় কিংবা তাজউদ্দীন আহমেদের নির্মোহ শার্ট হয়ে হাজির হয়। নিজের কবিতায় তানভীর মোকাম্মেল একই সঙ্গে বৈশ্বিক ও ঘরোয়া, আধুনিক ও ঐতিহ্য-প্রেমী। সাম্প্রতিক কালের বস্ত্রবালিকা কিংবা মিথের শহর ভেঙে ইলেকট্রাও ওঠে আসে তাঁর কবিতায়। বাংলার চিরচেনা বেহুলার সাথে সাথে তার কবিতাগুচ্ছে ঠাঁই পায় মেসিডোনিয়ার মেয়েটিও। অধিকারী যেমন তাঁর কবিতায় জায়গা করে নেয় তেমনি পরিত্যক্ত বিহারি বৃদ্ধাও জায়গা করে নেয়। বিরাট ক্যানভাস নিয়েই কবিতা লেখেন তিনি। দু-তিন পঙ্ক্তিতেই গেঁথে দেন, অতীত-বর্তমান-ভবিষ্যৎ। ভীষণ ইঙ্গিতময় আর বাক্সময় কবিতার যুবরাজ তানভীর। একটা উদ্ধৃতি দেবার লোভ সামাল দেয়া যাচ্ছে না “রামগিরি পাহাড়ে মেঘ জমে আছে যক্ষ চ্যাটিং-য়ে ব্যস্ত মেঘ অপেক্ষায় থাকে পুরাকালের যক্ষ রামগিরি পাহাড়ে যখন চ্যাটিং-য়ে ব্যস্ত হয় তখন বর্তমানের ডিজিটাল বিশ্ব ভবিষ্যতের কবিতার দিকে তাকিয়ে থাকে। যথার্থ কবিতায় তানভীর মোকাম্মেল এক স্বতন্ত্র যুবরাজ। চেনা কবিদের থেকে তাঁর সুর ও ভঙ্গিটা নিঃসন্দেহে আলাদা করা যায়। তিনি এ দেশের এক মুঠো সবুজ মাটি, ইছামতী-মধুমতী ছুঁয়ে কখনো কথকঠাকুরের গল্প শোনান, কখনো গোল্লাছুট-এ আমন্ত্রণ জানান। পাঠক, আপনাদের জানাই তানভীর মোকাম্মেলের কাব্য জগতে নিমন্ত্রণ।
Title | : | কবিতা গুচ্ছ (পেপারব্যাক) |
Publisher | : | ক্রিয়েটিভ ঢাকা পাবলিকেশন্স |
ISBN | : | 9789848991442 |
Edition | : | 1st Published, 2016 |
Number of Pages | : | 102 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0