৳ 200
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১১৯৯+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৬৯৯+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
সাবেক প্রেসিডেন্ট ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান আমাদের স্বাধীনতাযুদ্ধ এবং রাজনীতির এক উজ্বলতম চরিত্র। সবার আগে জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা। দেশের মানুষের কাছে জিয়াউর রহমানের প্রথম পরিচয় ঘটে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে, (মতান্তরে ২৭ মার্চ) বেতারে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার মাধ্যমে। পরিবার-পরিজনের নিরাপত্তাকে তুচ্ছজ্ঞান করে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতেই তিনি বিদ্রোহ করেন এবং পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিলেন। তাই সর্বপ্রথমে তিনি ছিলেন একজন দক্ষ সমরবিদ ও সেনানায়ক।
পরবর্তী সময় তিনি রাজনীতির মাঠেও সফলতার স্বাক্ষর রেখেছেন। তিনি সেনানিবাস থেকে ক্ষমতায় এলেও খাল খনন, গণশিক্ষা, গ্রাম সরকার, বৃক্ষরোপন, ভিডিপির মতো জনসম্পৃক্ত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে অল্প সময়ের মধ্যে গণমানুষের প্রিয় নেতা হয়ে উঠেন। ১৯৭৯ থেকে ১৯৮১ সালের মে মাস পর্যন্ত সারা দেশে দেড় হাজারের বেশি খাল খনন করা হয়। খাল খনন ছিল একধরনের সামাজিক ও অর্থনৈতিক বিপ্লব। এর ফলে গ্রামীণ জনগোষ্ঠী একতাবদ্ধ হয়েছিল। দশকে ভালোবেসে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দল বেঁধে খাল খনন করা ও বৃক্ষরোপন কর্মসূচি মানুষকে ভীষণ উদ্বুদ্ধ করেছিল।
এই খাল খনন কর্মসূচির মাধ্যমে আমার সাথে জিয়াউর রহমানের প্রথম দেখা হয়েছিল। ১৯৭৯ সালের ডিসেম্বরের কথা। আমি তখন ৫ম শ্রেণির স্কুল ফাইনাল ও বৃত্তি পরীক্ষা শেষ করেছি। তখন আমাদের নেত্রকোণা জেলার ‘তিলকখালী’ খাল খনন কাজে স্কুল থেকে কাদির স্যারের সাথে গিয়েছিলাম। ওই টিমের আমি ছিলাম ক্যাপ্টেন। ওই দিন সেখানে খাল খনন উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কোদাল দিয়ে প্রথম মাটি কেটে প্রেসিডেন্ট জিয়া আমার মাথায় মাটি ভর্তি টুকরি তুলে দিয়েছিলেন। সে স্মৃতি এখনো আমার হৃদয়ে অম্লান হয়ে আছে। এরপর বড় হয়ে তার সততা ও দেশপ্রেমের যে অনন্য নজির জেনেছি তাতে তার প্রতি মুগ্ধতা আরও বেড়েছে।
একজন সামান্য লেখক হিসাবে তার মত একজন বীর মুক্তিযোদ্ধা ও সৎ দেশপ্রেমিক রাষ্ট্রনায়কের জীবন ও কর্ম ছন্দে ছড়ায় তুলে ধরার চেষ্টা করেছি।
জিয়াউর রহমানের বীরত্ব, সততা ও দেশপ্রেমসহ তার জীবনের নানান দিক নিয়ে ২০০৯ সাল থেকে বিভিন্ন সময়ে এ ছড়াগুলো লিখেছি। ২০১৮ সালে এ গ্রন্থের পাণ্ডুলিপি রেডি করে অনেক প্রকাশকের কাছে ধরণা দিলেও তারা কেউই তখন এটি প্রকাশ করতে আগ্রহ প্রকাশ করেননি। এবার দেশের রাজনৈতিক পটপরিবর্তনের ফলে পাণ্ডুলিপিটি গ্রন্থাকারে প্রকাশ পাচ্ছে। এ জন্য প্রিয় প্রকাশক মঈন মুরসালিনের প্রতি আমার কৃতজ্ঞতা। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন ও কর্মের উপর এ ধরনের ছড়াগ্রন্থ এটিই প্রথম। আশা করি পাঠক এতে কিছুটা হলেও ভিন্নতা পাবেন।
Title | : | ছন্দে ছড়ায় শহিদ জিয়া (হার্ডকভার) |
Publisher | : | সাহিত্যদেশ |
ISBN | : | 9789849918264 |
Edition | : | 1st Published, 2025 |
Number of Pages | : | 48 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0