ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট (হার্ডকভার) | Fact Finding Report (Hardcover)

ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট (হার্ডকভার)

বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়ন

৳ 460

৳ 322
৩০% ছাড়
Quantity

0

১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY

প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER

বই সংক্ষেপ
লেখক

ভূমিকা
১. জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টার্ক ২৩ জুলাই ২০২৪-এ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি পাঠিয়ে একটি তথ্য-অনুসন্ধান মিশনের প্রস্তাব দেন, যখন সংকট চরমে ছিল। তবে, এই আমন্ত্রণের কোনো ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ১৪ আগস্ট ২০২৪-এ, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস হাইকমিশনারের সঙ্গে এক ফোনালাপে OHCHR-কে তথ্য-অনুসন্ধান পরিচালনার অনুরোধ জানান এবং পরে ২৮ আগস্ট ২০২৪ তারিখের এক চিঠির মাধ্যমে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। সেই অনুযায়ী এবং অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সম্মত কার্যপরিধির ভিত্তিতে, হাইকমিশনার OHCHR-এর একটি দলকে বাংলাদেশে প্রেরণ করেন, যাতে তারা জুলাই ও আগস্ট ২০২৪-এর আন্দোলনের প্রেক্ষাপটে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়ে স্বাধীন ও নিরপেক্ষ তথ্য-অনুসন্ধান পরিচালনা করতে পারে।
২. জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (OHCHR) তাদের কার্যপরিধি বা শর্তাবলি (terms of reference) অনুযায়ী ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়নের ঘটনাগুলোর উপর তদন্ত করেছে এবং এসব ঘটনার মূল কারণ অনুসন্ধান করেছে। কার্যপরিধিতে আরও উল্লেখ করা হয় যে, OHCHR-কে দায়িত্ব নির্ধারণ, লঙ্ঘন প্রতিরোধে কার্যকর সুপারিশ প্রদান, এবং লঙ্ঘন ও নিপীড়নের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার ও বিচার ব্যবস্থা কী পদক্ষেপ নিয়েছে তা মূল্যায়ন করতে হবে। প্রধান উপদেষ্টা হাইকমিশনারকে অনুরোধ করেন, যাতে তিনি জাতিসংঘ মানবাধিকার পরিষদকে এই অনুসন্ধান প্রক্রিয়া ও ফলাফল সম্পর্কে অবহিত করেন।
৩. ১৬ সেপ্টেম্বর থেকে, OHCHR একটি দলকে বাংলাদেশে প্রেরণ করে, যা ফরেনসিক চিকিৎসক, অস্ত্র বিশেষজ্ঞ, লিঙ্গ বিশেষজ্ঞ, উন্মুক্ত উৎস বিশ্লেষক, গণমাধ্যম উপদেষ্টা এবং আইনি উপদেষ্টার সহায়তা পায়। সময় ও সংস্থানের সীমাবদ্ধতার কারণে, OHCHR সমস্ত ঘটনা বিস্তারিতভাবে লিপিবদ্ধ করতে পারেনি, তবে একটি প্রতিনিধিত্বমূলক নমুনা সংগ্রহ করেছে। তথ্য-অনুসন্ধান
দল প্রধান আন্দোলনস্থল পরিদর্শন করে, যার মধ্যে বিশ্ববিদ্যালয় এবং ঢাকা, সিলেট, রংপুর ও নরসিংদীর হাসপাতাল অন্তর্ভুক্ত ছিল। এছাড়া, কুমিল্লা, গাজীপুর, জামালপুর, খুলনা, নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ এবং চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়।
8. OHCHR অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে, বিশেষ করে শীর্ষ কর্মকর্তাদের সাক্ষাৎ ও তথ্যপ্রাপ্তির সুযোগ করে দেওয়ার জন্য। এছাড়া, বহু বাংলাদেশি ও আন্তর্জাতিক নাগরিক সমাজ সংগঠন, মানবাধিকার কর্মী এবং বিশেষজ্ঞদের সহায়তার জন্য OHCHR কৃতজ্ঞ। সর্বোপরি, OHCHR গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে সকল ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের প্রতি, যারা নিজেদের অভিজ্ঞতা ও বর্ণনা শেয়ার করেছেন, যা অনেক ক্ষেত্রে গভীর ট্রমা ও কষ্টের সঙ্গে জড়িত ছিল।

Title:ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট (হার্ডকভার)
Publisher: মিফতাহ প্রকাশনী
Edition:1st Published, 2025
Number of Pages:240
Country:Bangladesh
Language:Bengali
Loading...
Loading...
Loading...
Loading...
Loading...

Reviews and Ratings

How to write a good review

Your Rating
*
Your Review
*
[1]
[2]
[3]
[4]
[5]
0

৳ 0