
৳ ১৮০০ ৳ ৯৯০
|
৪৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১১৯৯+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৬৯৯+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER





প্রতিটি মানুষই জীবনের নির্দিষ্ট একটা বয়সে গিয়ে নিজের ভেতরে অন্যরকম এক শূন্যতা অনুভব করে কিংবা ঠিক শূন্যতা অনুভব না করলেও আধ্যাত্মিক এক অপূর্ণতা নিয়ে সে থাকে অস্থির। একজন মুসলিম হিসেবে তখন তার কাছে প্রথমত যে পথ ও পন্থা হাজির থাকে, তা হচ্ছে তাসাউফ। সহজ বাংলায় যাকে বলে আত্মশুদ্ধি। আবার এই পথে থাকতে হয় একজন পথপ্রদর্শক বা পির। তার সোহবত ও দেখানো সহজিয়া পথ থেকে প্রতিজন মানুষ তার হৃদয়ের স্থিরতা খুঁজে নেয়। বক্ষ্যমাণ গ্রন্থটি সেইসব পথপ্রদর্শন এবং তাদের পথ ও পন্থার এক পৃথিবীশ্রেষ্ঠ আকর সংকলন!
লেখক হাকিমুল উম্মত আশরাফ আলি থানভি রাহি. ছিলেন উম্মাহর যুগের সবচেয়ে বড় রাহবার, হৃদয়ের চিকিৎসক ও উপমহাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ; ছিলেন পিরদেরও পির। তিনি হিজরি চতুর্দশ শতাব্দীর সর্বাধিক গ্রহণযোগ্য এক অনন্য ব্যক্তিত্ব। আশ্চর্য ব্যাপার এই যে, ইন্তেকালের এত দিন পরও তার সেই গ্রহণযোগ্যতা মানুষের হৃদয়ে আজও অম্লান ও সুপ্রতিষ্ঠিত। তিনি দ্বীন ইসলামের বহুমুখী খিদমত আঞ্জাম দিয়েছেন। সহস্রাধিক রচনার পাশাপাশি তার অসংখ্য নসিহতও সর্বস্তরের মানুষের কাছে সমানভাবে সমাদৃত। তবে ইসলামের গুরুত্বপূর্ণ শাখা তাসাউফের সংস্কার ও সংশোধনীতেই প্রকাশ পেয়েছে তার মুজাদ্দিদসুলভ সর্বাধিক স্বকীয়তা। ‘তারবিয়াতুস সালিক’ থানভি রাহি.-এর সেই ধারারই একটি কালজয়ী ও অনন্য গ্রন্থ, যা তাসাউফের ক্ষেত্রে লাভ করেছে পূর্ণাঙ্গ বিশ্বকোষের মর্যাদা এবং এ যাবৎ এ বই থেকে উপকৃত হয়েছেন আল্লাহপ্রেমিক লাখো-কোটি বান্দা।
এই কালজয়ী গ্রন্থে আলোচিত হয়েছে জটিল ও রহস্যপূর্ণ তাসাউফশাস্ত্রের প্রত্যেক বিষয়ের খুঁটিনাটি, প্রচলিত-অপ্রচলিত বহু ভুল-ভ্রান্তির সংশোধনী, জটিল বিষয়গুলোর সরলীকরণ, রহস্যপূর্ণ বিষয়ের রহস্য উম্মোচন; রয়েছে এই শাস্ত্রের প্রতিটি বিষয়ের কুরআন-সুন্নাহভিত্তিক প্রমাণ উপস্থাপন; পাশাপাশি সালিকদের অসংখ্য হাল, আমলসংবলিত চিঠি আর সেগুলোর জবাবে হজরতের নিগূঢ় যুক্তিপূর্ণ উত্তর, কুরআন-সুন্নাহর তাহকিক-বিশ্লেষণ ও দুর্লভ সমাধানের সম্ভার। এমন বহু বৈশিষ্ট্য ও স্বকীয়তা পূর্ববর্তী ও পরবর্তী কোনো গ্রন্থে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব।
বস্তুবাদের এই নগ্ন সময়ে দুনিয়া ও আখেরাতের কল্যাণ খুঁজে ফেরা পৃথিবীর প্রতিটি মানুষ আজ অসহায়। কারও গন্তব্যে ডুবে যাচ্ছে বারবার, কেউ ভেসে যাচ্ছে স্রোতে, কেউ কেবল হারিয়ে যাচ্ছে ভোগবাদের চোরাবালিতে! এর থেকে মুক্তি পাবার একমাত্র যে উপায়—তা হচ্ছে আত্মশুদ্ধির চর্চা। যারা ওইসব পথ ছেড়ে আত্মাকে শুদ্ধ করে কুরআন সুন্নাহর নিখুঁত-নির্ভুল ও রহস্যের জ্ঞানে পথ চলতে ও সুপন্ডিত হতে চান—হাকিমুল উম্মতের তাকওয়া-তাহারাত, ইলম ও আমলের সাধনাপূর্ণ জীবনের নির্যাস পড়তে ও হৃদয়ঙ্গম করতে চান—এ গ্রন্থটি ঠিক তাদের জন্যই।
তারবিয়াতুস সালিক অর্থ হচ্ছে আল্লাহপ্রেমিকদের আত্মশুদ্ধির পথ। আশরাফ আলি থানভি রাহি. তার সমস্ত প্রজ্ঞা ও বাস্তবতার মিশেলে কালজয়ী এই গ্রন্থটি রচনা করেছেন, যা যুগ যুগ ধরে আল্লাহপ্রেমিক মানুষদের আত্মশুদ্ধির পথ শুদ্ধভাবে দেখাবে। এই পথ ও পন্থায় চলতে গিয়ে কেউ যেন ভুল পথে পা না বাড়ায়, সে ব্যাপারেও তিনি ছিলেন সদা সতর্ক। তাই প্রতিটি ভুল পথ সম্পর্কে বারবার করেছেন হুঁশিয়ার, যেন কোনো প্রেমিক এই পথে হাঁটতে গিয়ে পথ না হারায়, হোঁচট না খায়—সঠিক পথে হেঁটে হেঁটে পৌঁছুতে পারে সিরাতুল মুস্তাকিম।
দুনিয়ার জীবন ও বাস্তবতাকে পরিশুদ্ধ করা এবং আত্মাকে পরিচর্চার এই আকরগ্রন্থটি আমাদের জীবনেরও অংশ হয়ে উঠুক। এর পাঠে পাঠে প্রতিজন মুমিন ও মুসলিম তার হৃদয়ের পরিশুদ্ধতা নিয়ে বেড়ে উঠুক।
Title | : | তারবিয়াতুস সালিক (১-৩ খণ্ড একত্রে) |
Author | : | হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ. |
Translator | : | মাওলানা মাসউদুর রহমান |
Publisher | : | রাহনুমা প্রকাশনী |
Number of Pages | : | 1381 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী, ভারতীয় উপমহাদেশ এবং এর গন্ডি পেরিয়ে যিনি হাজারো মানুষকে দিয়েছেন আত্মশুদ্ধি ও তাসাওউফ এর শিক্ষা। যার কারণে তাঁর উপাধি ছিলো ‘হাকীমুল উম্মাত’ বা উম্মাহর আত্মিক চিকিৎসক। উপমহাদেশে মুসলমানদের মাঝে সুন্নতের জ্ঞান প্রচারে তাঁর প্রতিষ্ঠিত সংস্থা ‘দাওয়াতুল হক’ এর অবদানের জন্যও প্রসিদ্ধ মাওলানা আশরাফ আলী থানভীর নাম। মাওলানা আশরাফ আলী থানভী ১৯ আগস্ট, ১৮৬৩ খ্রিস্টাব্দে (রবিউস সানী ৫, ১২৮০ হিজরী) ভারতের উত্তর প্রদেশের থানাভবনে জন্মগ্রহণ করেন। শৈশবেই হাফেয হোসাইন আলী রাহ.-এর কাছে সম্পূর্ণ কুরআন মুখস্থ করার মধ্য দিয়ে শুরু হয় তাঁর শিক্ষাজীবন। নিজগ্রামেই ছোটবেলায় হযরত মাওলানা ফতেহ মুহাম্মদ থানভী রাহ.-এর কাছ থেকে আরবি ও ফার্সি ভাষার প্রাথমিক শিক্ষা লাভ করেন। ১২৯৫ হিজরীতে তিনি দারূল উলুম দেওবন্দে ভর্তি হন ইসলামি জ্ঞান-বিজ্ঞানের উচ্চতর শাখাগুলোয় বিচরণ করার আগ্রহে। সেখানে তিনি পাঁচ বছর হাদীস, তাফসীর, আরবি সাহিত্য, ইসলামী দর্শন, যুক্তিবিজ্ঞান, ইসলামি আইন এবং ইতিহাস বিষয়ে অধ্যয়ন করেন। দেওবন্দে শিক্ষার অধ্যায় সমাপ্ত করে মক্কা মুকাররমায় মুহাম্মাদ আবদুল্লাহ্ মুহাজিরে মক্কীর কাছে কেরাত ও তাজবীদ শেখেন। তিনি কানপুরের একটি মাদ্রাসায় মাত্র ২৫ টাকা বেতনে শিক্ষকের পদ দিয়ে কর্মজীবন শুরু করেন। পরে কানপুরের টপকাপুরে জামিউল উলূম মাদ্রাসার প্রধান পরিচালকের আসন অলংকৃত করেন এবং দীর্ঘ ১৪ বছর সেখানে শিক্ষকতা করেন। পরবর্তীতে তাঁর শিক্ষক হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কীর রহ. পরামর্শে তিনি থানা ভবনের খানকাহে ইমদাদিয়ায় অবস্থান গ্রহণ করেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত সেখানে অবস্থান করেন। সারা জীবনে আশরাফ আলী থানভী এর সকল বই এর হিসেব করতে গেলে ছোট-বড় মিলিয়ে তা সাড়ে বারো হাজার ছাড়িয়ে যায়। হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ. এর বই সমূহ এর মধ্যে ফিকাহ বিষয়ক বই ‘বেহেশতী জেওর’ উপমহাদেশের মুসলমানদের মাঝে বহুল পঠিত। এছাড়া তাঁর রচিত কুরআন শরীফের উর্দু তরজমার গ্রন্থ বয়ানুল কুরআনও (কুরআনের ব্যাখ্যা) এর ভাষা ও ব্যখ্যাশৈলীর জন্য প্রসিদ্ধ। হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ. এর বই সমগ্র এর স্বত্ত্ব তিনি জাতির কল্যাণে উন্মুক্ত করে রেখে গেছেন। জুলাই ১৯, ১৯৪৩ খ্রিস্টাব্দে (১৬ রজব, ১৩৬২ হিজরী) আল্লামা থানভী রহ. তাঁর জন্মস্থান থানা ভবনেই মৃত্যুবরণ করেন।
If you found any incorrect information please report us