
৳ 310
১৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
نحمده و نصلی علی رسوله الکریم اما بعد.... আলহামদুলিল্লাহ.... যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ তায়ালার জন্য যিনি আমাদেরকে দিয়েছেন বোধশক্তি, দিয়েছেন ভালো-মন্দ অনুধাবন করার মানদণ্ড “বিবেক”। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার প্রতিটি মুহূর্ত আমাদের জন্য আদর্শ, আমাদের ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোলার শ্রেষ্ঠ হাতিয়ার। আল্লাহ তায়ালা মানুষকে দুটি পথ দেখিয়ে দিয়েছন, একটি হচ্ছে খেয়ানতের অপরটি হেদায়াতের। এই দুইয়ের মাঝে সৃষ্টি করছেন এমন এক বিশুদ্ধ নূর যা মানুষকে সতর্ক করে অন্যায় কাজে জড়ানোর আগে, মিথ্যা আর অশ্লীল কাজে বাঁধা দেয়। আর এটিই হচ্ছে “বিবেক”। রাসুল সাঃ বলেছেন, عَنْ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ: «إِنَّ الْحَلَالَ بَيِّنٌ، وَإِنَّ الْحَرَامَ بَيِّنٌ، وَبَيْنَهُمَا أُمُورٌ مُشْتَبِهَاتٌ لَا يَعْلَمُهُنَّ كَثِيرٌ مِنَ النَّاسِ، فَمَنِ اتَّقَى الشُّبُهَاتِ فَقَدِ اسْتَبْرَأَ لِدِينِهِ وَعِرْضِهِ…» সূত্র: সহিহ বুখারি ৫২, সহিহ মুসলিম ১৫৯৯ বাংলা অর্থ: “হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট। এ দু’টির মাঝে কিছু সন্দেহজনক বিষয় রয়েছে, যেগুলো অনেক মানুষ জানে না। যে ব্যক্তি সন্দেহজনক বিষয় থেকে বেঁচে থাকে, সে তার দ্বীন ও ইজ্জতকে রক্ষা করে।” এই হাদিসের আলোকে এই কথা দিবালোকের ন্যায় সুস্পষ্ট যে, বিবেক হচ্ছে অন্যায় কাজের বাঁধা প্রদানকারী, সত্য ও মিথ্যার মধ্যকার বিভেদক, হেদায়েতের পথে অগ্রসরকারী মশাল, খেয়ানতের পথ রুদ্ধকারী এক আলোকবর্তিকা। কিন্তু আজকের সমাজে আমাদের মধ্যকার সেই সফট বিবেক নফস, শয়তান আর কিছু বিরূপ পরিবেশের দাবানলে বন্ধি হয়ে গেছে, এখন অন্যায় দেখে আমরা প্রতিবাদ করি না বরং অন্যায় কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।আমরা আমাদের বিবেককে ঘুমন্ত রেখে প্রতিনিয়ত মন্দ আর পাপাচারিতার কাজে আত্মনিয়োগ করছি....... বর্তমান জেনারেশন এখন সেলিব্রেটি হওয়ার প্রতিযোগিতায় নেমেছে এর সাথে কবরস্থ করেছে নিজেদের মধ্যকার বিবেককে, এমনই এক প্রতিকূল অবস্থায় ঘুমন্ত বিবেককে জাগরণের জন্য প্রয়োজন একটি শক্তিশালী আহবানের “বিবেক জেগে ওঠো”। ইসলামের ইতিহাসে আমরা দেখি- যখনই কোনো মানুষ নিজের বিবেককে জাগিয়ে তুলেছে, তখনই তার জীবনে এক নতুন পরিবর্তন এসেছে। হযরত উমর (রাঃ) যখন সত্য উপলব্ধি করলেন, তার বিবেক জেগে ওঠার মাধ্যমে তিনি ইসলামের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিত্বদের একজন হয়ে গেলেন। হযরত হামযা (রাঃ)-এর হৃদয়ে যখন ন্যায় ও সত্যের আলো জ্বলল, তিনি দ্বীনের অন্যতম শ্রেষ্ঠ রণপুরুষে পরিণত হলেন। এমনকি তাওবার গল্পেও দেখা যায়- যে ব্যক্তি নিজের ভুল বুঝে আল্লাহর পথে ফিরে আসে, তার বিবেকই তাকে জাগিয়ে তোলে। এই বইয়ে সংকলিত প্রতিটি ঘটনা মানুষকে সেই জাগরণের দিকেই ডাকবে— ● সত্য ও ন্যায়ের পথে দৃঢ় হওয়া ● ভুল বুঝে সংশোধন করা ● আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা ● হৃদয়কে নরম করা ● ঈমানকে শক্ত করা “বিবেক জেগে ওঠো”-এ শুধু একটি বাক্য নয়; এটা আল্লাহর দিকে ফিরে আসার আমন্ত্রণ, আত্মশুদ্ধির পথ, ঈমানি জাগরণের নিঃশব্দ ঘণ্টা। এই বইয়ে আমি সংকলন করেছি বাস্তবমূখী কিছু ঘটনা, যা আমাদের হৃদয় কে ছোঁয়ে দিবে, নিয়ে যাবে হিদায়াতের শিকরে, জাগিয়ে তুলবে ঘুমন্ত বিবেককে ইনশাআল্লাহ। ইসলামের সোনালি ইতিহাসের এই ঘটনা ও শিক্ষা পাঠকের হৃদয়ে সেই আলো জ্বালানোর একটি ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। যদি একটি অন্তরও এ বই পড়ে পরিবর্তনের পথে ফিরে আসে- তাহলেই এ লেখার সার্থকতা। পাঠকের প্রতি বিশেষ অনুরোধ- এই বই পড়তে গিয়ে তুমি শুধু ঘটনাগুলো নয়, বরং নিজের অন্তরকেও অনুভব করবে। প্রতিটি ঘটনার পর একটু থামবে, নিজের জীবন নিয়ে ভাববে, এবং নিজেকে প্রশ্ন করবে— আমি কি সত্যের পথে আছি? আমার বিবেক কি জাগ্রত নাকি ঘুমিয়ে আছে? আমি কি আল্লাহর কাছে ফিরে আসতে চাই? আমার অন্তর কি নরম হচ্ছে? যে পাঠক নিজেকে প্রশ্ন করতে শুরু করবে, সে অবশ্যই পরিবর্তিত হবে। আর এই বইয়ের লক্ষ্যই হলো সেই পরিবর্তনের দিকে আহ্বান। এই বই মূলত এক আধ্যাত্মিক ভ্রমন, রাসুল সাঃ এর প্রতি ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত, হেদায়েতের পথ চলার ঘটনা, তাওবার গল্প, ঈমানের জাগরণ সংক্রান্ত ঘটনাবলী আলোকে হৃদয় জাগরণী এক আহ্বান যার শেষ প্রান্তে রয়েছে আলোকিত অন্তর এবং জেগে ওঠা বিবেক। হে পাঠক, চল তুমি-আমি একসাথে এই যাত্রা শুরু করি- চল, আমাদের বিবেককে জাগাই- নিজের জন্য, সমাজের জন্য, উম্মাহর জন্য, এবং সর্বোপরি আল্লাহর সন্তুষ্টির জন্য।
| Title | : | বিবেক জেগে উঠো (হার্ডকভার) |
| Publisher | : | ইচ্ছাশক্তি প্রকাশনী |
| ISBN | : | 9789842923692 |
| Edition | : | 1st Published, 2025 |
| Number of Pages | : | 96 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0