তাম্রলিপি

সৃজনশীল প্রকাশনায় উৎকর্ষের সন্ধানে আত্মপ্রকাশ করে প্রকাশনা সংস্থা তাম্রলিপি। ২০০৮ সালে বাংলাদেশের প্রকাশনা জগতে আবির্ভাব ঘটে তাম্রলিপি প্রকাশনীর। দেশের খ্যাতনামা প্রথিতযশা ঔপন্যাসিক, কবি, প্রাবন্ধিক, সাংবাদিক, শিক্ষাবিদ, ন্যাট্যকারের রচনা ও তরুণ লেখক এবং সাহিত্যিকের রচনা ছাড়াও দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বের বই এখান থেকে নিয়মিত প্রকাশিত হচ্ছে। সৃষ্টির শুরু থেকে সৃজনশীল বই প্রকাশ করে আসছে। বাংলা এবং ইংরেজী উভয় ভাষাতেই বই বের করা হয়।

তাম্রলিপি এর বই সমূহ

Showing 1 to 52 of 171

View

Sort icon


Previous1234Next