"তরুণ লেখকদের জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার সুযোগ দিতে" এই নীতিবাক্য নিয়ে, আদী প্রকাশন ২০১২ সালে যাত্রা শুরু করে এবং সারা বাংলাদেশে এবং বিদেশে প্রকাশনা শিল্পে একটি বিশিষ্ট নাম হয়ে উঠেছে। শিল্পের পতাকাধারীদের মধ্যে একজন হয়ে উঠতে, আদি প্রকাশন অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছে এবং এখনও মুখোমুখি হচ্ছে। পাঠকদের সহানুভূতি, সমর্থন এবং ভালবাসা এই প্রকাশনা সংস্থাটিকে নাম তৈরি করতে সহায়তা করে।
৳ 0