হ্যাচেট ইন্ডিয়া হল ফরাসি গ্রুপ, লাগার্ডের পাবলিশিং-এর মালিকানাধীন প্রকাশনা সংস্থা হ্যাচেটের ভারতীয় শাখা। এটি ২০০৮ সালে ভারতে কার্যক্রম শুরু করে এবং বর্তমানে পেঙ্গুইন ইন্ডিয়ার পরে দেশের দ্বিতীয় বৃহত্তম প্রকাশনা সংস্থা, শিক্ষা-বহির্ভূত বইয়ের জন্য।
৳ 0