অঞ্জন হাসান পবন একজন লেখক এবং প্রকাশক। লেখালেখির আগ্রহ থেকেই হয়েছেন প্রকাশক। প্রতিষ্ঠা করেছেন দূরবীণ। কাব্যগ্রন্থ, উপন্যাস এবং গল্পগ্রন্থের পাশাপাশি বিভিন্ন গবেষণামূলক বই প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। ফলে মাত্র তিন বছরেই আলোড়ন সৃষ্টি করেছেন প্রকাশনা জগতে। বইমেলায় আকৃষ্ট করেছেন পাঠকদের।
৳ 0