পুনরায় প্রকাশন

পুনরায় প্রকাশন

পুনরায় প্রকাশন

সময়ের পরিক্রমায় এগিয়ে যাচ্ছে পৃথিবী। উন্নতির শীর্ষচূড়ায় ক্রমাগত আরোহন করছে সভ্যতার স্থাপত্য। মানুষ সমাজ ও রাষ্ট্র প্রতিনিয়ত অতিক্রম করছে নতুন সমীকরণ। চিন্তা গবেষণা দর্শনের নতুন আলোয় সমৃদ্ধ হচ্ছে জ্ঞান ও সংস্কৃতি। মানবজাতির এ অভাবনীয় জাগরণ ও শ্রেষ্ঠত্বের দীপক মন্ত্র হলো তার মেধা ও চৈতন্য৷ আর এ মেধাকে শানিত এবং চৈতন্যকে প্রখর করতে পড়া ও জানার বিকল্প নেই৷ পড়া ও জানার জগতকে অধিকতর বিস্তৃত করে বই। বই চিন্তার জগতকে প্রসারিত করে। ভাবতে শেখায়। বুদ্ধির জড়তা মেধার বৈকল্য মননের সঙ্কীর্ণতা এবং স্বপ্নের দারিদ্র্য থেকে মানুষকে মুক্তি দেয়। সেই সাথে আত্মিক সমুন্নতি, আধ্যাত্মিকতা, সৃষ্টি স্রষ্টার নিগূঢ় রহস্য জানতে দিনশেষে বইয়ের কাছেই ফিরে যেতে হয়। বই জ্ঞান সভ্যতা সংস্কৃতির বাহন। ‘জ্ঞান ও চিন্তার দিগন্তে’ স্লোগান নিয়ে যাত্রা করেছে পুনরায় প্রকাশন৷ সর্বশ্রেণির পাঠকের হাতে আমরা তুলে দিতে চাই ফিকশন নন-ফিকশন জনরার সত্য-সুন্দরের মিশেলে শুদ্ধতা ও বিশ্বাসের আদলে রচিত অমূল্য বই৷ স্রষ্টা ধর্ম বিশ্বাস সমাজ রাজনীতি দর্শন গবেষণা ইতিহাস ভ্রমণ থ্রিলার ও গল্প-উপন্যাস সহ সাহিত্যের সকল মৌলিক শাখায় পদচারণা আমাদের লক্ষ্য৷ প্রাজ্ঞ মননশীল বয়ানে সর্বসাধারণের বোধগম্য সৃজনশীল ইসলামি বই অনুসন্ধিৎসু পাঠকের হাতে তুলে দিতে আমাদের যাত্রা। জ্ঞান ও চিন্তার দিগন্তে নতুন সূর্য উদয়ন আমাদের স্বপ্ন।

0

৳ 0