ট্যাক্সপার্ট

ট্যাক্সপার্ট অনলাইন ট্রেইনিং সেন্টার হিসেবে ২০২০ সালে যাত্রা শুরু করে। কোভিড-১৯ এর প্রভাবের কারনে তখন মানুষ ঘরে বন্ধি হয়ে পড়ে। আয়কর এবং ভ্যাটের শিক্ষা যাতে চলমান থাকে সেজন্য ট্যাক্সপার্ট তখন কম খরচে ট্রেইনিং কার্যক্রম শুরু করে। এতে করে ঘরে বসে যেকোন সময় যেকোন স্থান থেকে ট্রেইনিং করতে পারছেন। কর্পোরেটে যারা অ্যাকাউন্টস, ফাইন্যান্স, ট্যাক্স এবং এইচআর বিভাগে চাকরি করছেন তাদের পাশাপাশি ব্যক্তি করদাতারাও ট্যাক্স সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় ট্যাক্সপার্ট ওয়েবসাইট থেকে শিখতে পারছেন। ট্যাক্সপার্ট প্রকাশনী হিসেবে যাত্রা শুরু করে ২০২২ সালে। এই প্রকাশনী থেকে ট্যাক্স, ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি এবং সম-সাময়িক বিষয় সম্পর্কিত বই প্রকাশ হয়ে থাকে। কোন প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে দৈনন্দিন এবং নির্দিষ্ট সময় পরপর যে ট্যাক্স কমপ্ল্যায়েন্স মেনে চলতে হয় সে সম্পর্কিত আয়কর এবং ভ্যাটের বইগুলো ট্যাক্সপার্ট প্রকাশনী থেকে বের হচ্ছে। এই বইগুলো পড়ে একটি প্রতিষ্ঠান কীভাবে উৎসে কর এবং ট্যাক্স কমপ্ল্যায়েন্স পরিপালন করবে তা বিস্তারিত জানতে পারছেন। বাংলা এবং ইংরেজি, এই দুই ভাষাতেই এই বইগুলো পাঠকরা পাচ্ছেন। পাশাপাশি ব্যক্তি করদাতাদের জন্য ট্যাক্স রিটার্ন তৈরি, ট্যাক্স প্ল্যানিং সম্পর্কিত বইও প্রকাশ করে থাকে। ভবিষ্যতে আয়কর এবং ভ্যাটের উপর আরো নতুন নতুন বই নিয়ে আসার চেষ্ঠা থাকবে।

ট্যাক্সপার্ট এর বই সমূহ

Showing 1 to 5 of 5

View

Sort icon