ইনবাত পাবলিকেশন

যাত্রার শুরুটা ঘোর করোনার থমকে থাকা গৃহবন্দি সময়ের, যখন সবাই অলস সময়কে কিভাবে কাজে লাগানো যায়, কিভাবে নিয়ামতে পরিবর্তন করা যায় তা নিয়ে চিন্তিত। ঠিক এই সময়ে ইনবাতের জন্ম, সাময়িক সময়ের জন্য অফলাইনের সাময়িক রিপ্লেসমেন্ট হিসেবে অনলাইনেই দ্বীন শিক্ষার ব্যবস্থা করতে, কারণ সুপরিচিত অনলাইন একাডেমী রয়েছে দ্বীন শিক্ষার জন্য কিন্তু তার অধিকাংশের ফী আকাশচুম্বী আর লকডাউন পরিস্থিতিতে অনেকের আয় কমে এসেছে, যেই শিক্ষার্থীরা টিউশনি করে হাত খরচ চালাতো তাদেরও আয়ের রাস্তাটা বন্ধ হয়ে গিয়েছে।  পরিকল্পনা ছিল কেবল লকডাউনের সময়টুকুই তাজউইদ শিক্ষার কোর্স পর্যন্তই সীমাবদ্ধ থাকা।প্রথমে তাজউইদের (২০০ টাকা রেজিস্ট্রেশন ফী,) কোর্স দিয়েই ইনবাতের যাত্রা শুরু হয় এবং ফি থেকে প্রাপ্ত সম্পূর্ণ অর্থই করোনা পরিস্থিতির কারণে যারা সম্বলহীন হয়ে পরেছিলো তাদের জন্যই ব্যয় করার পরিকল্পনা করা হয়। স্বল্প কোর্স ফী, তার ব্যয়ের খাত এবং কোর্সের স্বল্পকালীন মেয়াদকাল; বিষয়গুলো অনেকের কাছেই পছন্দনীয় হবে তা ছিল কল্পনাতীত। সিট ফিলাপ হয়ে যাওয়ার পরও অনেকেই ভর্তি নেয়ার জন্য অনুরোধ করছিলেন। যার কারণে কোর্সের দ্বিতীয় সেশনের চিন্তা করতে হয়। এরপর থেকে তাজউইদের পরবর্তী সেশনের পাশাপাশি একে একে দাওরাহ আলাল ফিতান ওয়াল মালাহিম, শেষ পারা হিফয কোর্স, ক্যালিগ্রাফী বেসিক কোর্স, ওনলি সিস্টার্স কোর্স অফার করা হয়। এভাবেই ইনবাতের পথচলা শুরু হলো। ভবিষ্যতেও যাতে উম্মাহর খিদমতে এভাবেই নিয়োজিত থাকতে পারি এটাই আল্লাহর কাছে আমাদের দু’য়া। দ্বীনি শিক্ষা মানুষের অন্তরে অন্তরে ছড়িয়ে দেয়াই ইনবাত এডুকেশনের লক্ষ্য। সেই কারণেই বুঝি আমাদের প্রতি আমাদের ত্বলিব-ত্বলিবাহদের অটুট ভালোবাসা। কেন তারা আমাদেরকে ভালোবাসেন? কারণগুলোর লম্বা একটা লিস্ট আছে, যা মূলত আমাদের ছাত্র-ছাত্রীদের থেকেই আমরা জেনে নিয়েছি। ইনবাত শব্দটির অর্থ হচ্ছে, অঙ্কুরোদগম। আমাদের দৃষ্টান্ত রৌদ্রস্নাত পরিশ্রমী কৃষকদের মতই। যার মুখে হাসি ফুটায় চারাগাছ। আর আমাদের জন্য চারাগাছ হচ্ছে আমাদের শিক্ষার্থীগণ। আর বীজ হচ্ছে ঈমান। আমাদের আকাঙ্ক্ষা একটাই, অন্তরগুলোতে হোক ঈমানের অঙ্কুরোদগম।

ইনবাত পাবলিকেশন এর বই সমূহ

Showing 1 to 4 of 4

View

Sort icon