সুকূন পাবলিকেশন

সামাজিক বিভিন্ন সমস্যার গুলো নিয়ে ; দ্বীন ও দুনিয়াবি উপকারী জ্ঞানের আলোকে লেখা সমাধান গুলো বই এর মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যেই কাজ করছে সুকূন পাবলিকেশন। আমাদের উদ্দ্যশ্যে মানুষের জন্য জীবনকে সহজ করে দেয় এমন সব বিষয় নিয়ে কাজ করা। এই উদ্দ্যেশ্যে আমরা বাছাই করি নির্দিষ্ট বিষয়ে উপযুক্ত লেখক, লেখিকা, সম্পাদক যারা নিষ্ঠার সাথে একই আদর্শকে মেনে চলেন। মোট কথা মানুষের জন্য নিত্য দিনকার সমস্যা গুলোর এক চিলতে সুকূন এনে দিতেই কাজ করছে সুকূন পাবলিকেশন।

সুকূন পাবলিকেশন এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon