উদ্ভাস একাডেমিক এন্ড এডমিশন কেয়ার

একজন শিক্ষার্থী একটি জাতির অপার সম্ভাবনার ধারক। উদ্ভাস পরিবার সবসময় এই শিক্ষার্থীদের পথচলাকে বহুমাত্রিকভাবে অনুপ্রাণিত করতে চায়। উদ্ভাস একজন শিক্ষার্থীকে না বুঝে মুখস্থ করার বদলে প্রশ্ন করতে এবং সেই প্রশ্নের উত্তর খুঁজতে আগ্রহী করে তোলে। উত্তর খুঁজে বের করার এরকম হাজারো অনিশ্চিত ভ্রমণের মাধ্যমে যুগে যুগে মানুষ জ্ঞানচর্চায় এগিয়ে গেছে। মানবসভ্যতা উন্নত হয়েছে। তবে এই উন্নতিই শেষ কথা নয়। কেননা উদ্ভাস মনে করে, একটি সুন্দর এবং বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হলে একজন শিক্ষার্থীকে কেবল পড়াশোনায় ভালো করলেই চলবে না। বরং তার মধ্যে থাকতে হবে চিন্তাশীলতার চর্চা, ইতিবাচক মনোভাব, পর্যাপ্ত আত্মবিশ্বাস এবং মূল্যবোধের বিকাশ। মানুষ চিন্তাশীল হতে পারলে স্রষ্টার দেয়া বিপুল শক্তিশালী মস্তিষ্ককে ব্যবহার করে অনেক অসম্ভবকে সম্ভব করতে পারে। কিন্তু মূল্যবোধের চর্চার অভাবে মানুষ নিজেই নিজেদের ধ্বংসের কারণ হতে পারে। মানবসভ্যতার ইতিহাস ঘাটলে এমন অনেক ঘটনাই পাওয়া যায়। অন্যদিকে, এই পৃথিবীর বুকে প্রতিনিয়ত অজস্র প্রতিকূলতার বিপরীতে মানুষের মতো ক্ষুদ্র প্রাণীর টিকে থাকার অন্যতম হাতিয়ার হচ্ছে আত্মবিশ্বাস এবং ইতিবাচকতা। উদ্ভাস শিক্ষার্থীদের মেধার বিকাশের পাশাপাশি এই গুণগুলোর বিকাশকেও অপরিহার্য মনে করে। কেননা এভাবেই সত্যিকারের পরিবর্তন আসে। বস্তুত পরিবর্তনের প্রত্যয়ে পথ চলতে চলতে একটি সুন্দর বাংলাদেশের স্বপ্নকেই বাস্তবায়ন করতে চায় উদ্ভাস।

উদ্ভাস একাডেমিক এন্ড এডমিশন কেয়ার এর বই সমূহ

Showing 1 to 16 of 16

View

Sort icon