ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ইসলামিক থট (আইআইআইটি)

ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ইসলামিক থট (আইআইআইটি)

ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ইসলামিক থট (আইআইআইটি)

ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ইসলামিক থট (আইআইআইটি) হলো একটি অলাভজনক আন্তর্জাতিক সংস্থা। ১৯৮১ সালে প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি মানবিক ও সামাজিক বিজ্ঞানে মুসলিম চিন্তাবিদ, গবেষক ও বুদ্ধিবৃত্তিক চর্চাকারীদের একটি অনন্য প্ল্যাটফর্ম।  মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি.সি’র শহরতলি ভার্জিনিয়ার হারন্ডনে এর সদর দফতর অবস্থিত। এটি ইসলামী চিন্তাধারায় মধ্যপন্থা, বৈচিত্র্যতা ও আধুনিকতার সমন্বয়ে জোর দেয় এবং বৈশ্বিক ও স্থানীয় চ্যালেঞ্জ মোকাবেলার জন্য মুসলমানদের সক্ষমতা তৈরি করে। রূপান্তরমূলক শিক্ষা, সামাজিক উন্নয়ন ও ব্যক্তিগত উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধ মুসলিম সমাজের জন্য কাজ করে যাচ্ছে। আইআইআইটি সর্বদাই ভালোমানের গ্রন্থ ও বাছাইকৃত সেরা লেখকদের গ্রন্থ প্রকাশ করে। সৃজনশীল ও মননশীল বই প্রতিনিয়ত প্রকাশিত হয়, অনেক প্রকাশনা পুরো মুসলিম বিশ্বে সমাদৃতও হয়। আইআইআইটি’র ইংরেজি, আরবি ও অন্যান্য ভাষায় উচ্চ-মানের বই, গবেষণাপত্র ও প্রকাশনা রয়েছে। এছাড়া তাত্ত্বিক গবেষণার পাশাপাশি মাঠকর্ম-ভিত্তিক অনেক মৌলিক ও সামাজিক গবেষণা করেছে, এবং গবেষণাকেন্দ্রিক প্রকাশনাও রয়েছে।

ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ইসলামিক থট (আইআইআইটি) এর বই সমূহ

Showing 1 to 2 of 2
View
Sort
0

৳ 0