বইবাসা প্রকাশন একটি উদ্যমী ও স্বপ্নবুননাকারী প্রকাশনা প্রতিষ্ঠান, যেটি বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ। “বই মানেই বাসা”—এই মর্মবাণীকে ধারণ করে বইবাসা তৈরি করতে চায় পাঠকের অন্তরের এমন এক স্থান যেখানে শব্দের ঘ্রাণে, চিন্তার আভায় আর সাহিত্যের কোমল আলোয় গড়ে ওঠে এক নিজস্ব জগৎ। প্রতিষ্ঠানটি নবীন ও প্রবীণ লেখকদের সম্মানজনক প্রকাশনাকে গুরুত্ব দেয়। আমরা বিশ্বাস করি প্রতিটি লেখার পেছনে থাকে একটি হৃদয়ের আহ্বান এবং প্রতিটি পাঠকের হাতে পৌঁছানো মানেই সেই হৃদয়ের সাথে হৃদয়ের সংযোগ।
৳ 0