আসাদ চৌধুরী

আসাদ চৌধুরী

আসাদ চৌধুরীর জন্ম ১১ ফেব্রুয়ারি ১৯৪৩ সালে বরিশালে। বাংলা কবিতায় তিনি তার জায়গা করে নিয়েছেন। পাশাপাশি শিশুসাহিত্যেও ব্যাপক জনপ্রিয় তিনি। অনুবাদ এবং সম্পাদনাকর্মেও রেখেছেন সাফল্যের ছাপ। টেলিভিশনের শিল্প-সাহিত্য বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনায় তাঁর রয়েছে শিখর-জনপ্রিয়তা। আসাদ চৌধুরীর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে- তবক দেওয়া পান, জলের মধ্যে লেখাজোখা, বিত্ত নাই বেসাত নাই, বাতাস যেমন পরিচিত, ভিন দেশের লোককাহিনি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ। তার অনূদিত উর্দু কবিতা পাঠক মহলে স্বীকৃতি পেয়েছে। সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, জীবনানন্দ দাশ পদক, অতীশ দীপঙ্কর স্বর্ণপদকসহ অজস্র পুরস্কারে ভূষিত হয়েছেন।

আসাদ চৌধুরী এর বই সমূহ

Showing 1 to 6 of 6

View

Sort icon