মামুন সারওয়ার

মামুন সারওয়ার

মামুন সারওয়ার জন্মেছেন ১৯৮৫ সালের প্রথম দিনে। জন্মস্থান ভোলা জেলার দৌলতখান উপজেলার ভবানীপুর গ্রামে। বাবা খ্যাতনামা স্কুলশিক্ষক আলহাজ মুহাম্মদ হযরত আলী। মা গৃহিণী মোসাম্মত খায়রুন নেছা। বাবার সরল জীবন মামুনকে প্রভাবিত করেছে দারুণভাবে। তাই তাঁর লেখা ছড়ায় উঠে আসে সরল মানুষের প্রতিচ্ছবি। মামুন সারওয়ার পড়াশোনা শেষ করেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ নিয়ে। মামুন সারওয়ার শৈশবে জড়িত ছিলেন বাংলাদেশের ঐতিহ্যবাহী জাতীয় শিশু-কিশোর সংগঠনের সঙ্গে। পরবর্তী সময়ে জড়িত ছিলেন বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে। কাজ করেছেন বাংলাদেশ শিশু একাডেমী প্রকাশনা, দৈনিক ইত্তেফাক-এর কচি-কাঁচার আসরে। বর্তমানে বাংলাদেশের প্রথম শ্রেণির টিভি চ্যানেল ‘চ্যানেল আই’-এ কর্মরত। বাংলা একাডেমির তরুণ লেখক প্রকল্পের ৫ম ব্যাচে অংশগ্রহণ তাঁর লেখালেখিকে ঋদ্ধ করেছে। তাঁর প্রথম লেখা প্রকাশিত হয় বাংলাদেশ শিশু একাডেমীর মাসিক শিশু পত্রিকায়। প্রথম বই মায়ের হাতের পাখা প্রকাশিত হয় ২০০৫ সালের অমর একুশে গ্রন্থমেলায়। এরপর তাঁর ছয়টি ছড়ার বই ও একটি গল্পগ্রন্থ প্রকাশ পেয়েছে। ছড়া ও শিশুসাহিত্য চর্চার পাশাপাশি মামুন সম্পাদনা করছেন ছড়ার কাগজ লাটাই। সম্পাদনার মুন্সিয়ানায় কাগজটি সুধিজনের কাছে প্রশংসিত হয়েছে। বই ও গীতিকবিতার জন্য পেয়েছেন কবি হাবীবুর রহমান সাহিত্য পুরস্কার ২০১৪, ছোটদের মেলা সাহিত্য পুরস্কার ২০১৪, মোহাম্মদ মনিরুজ্জামান সাহিত্য পুরস্কার, নড়াইল বেনাহাটি পাবলিক লাইব্রেরি সম্মাননা পুরস্কার ও রাজশাহী থেকে মহিউদ্দিন আহম্মদ স্মৃতি সাহিত্য পুরস্কার। রবীন্দ্রসংগীত শোনা, পুরনো বই ও জার্নাল সংগ্রহ করা এবং বরেণ্য লেখকদের সান্নিধ্যে থাকা তাঁর প্রিয় শখ। বর্তমানে বসবাস করছেন ঢাকার উত্তরায়।

মামুন সারওয়ার এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon