ফরহাদ হোসেন

ফরহাদ হোসেন

ফরহাদ হোসেন জন্ম ও বেড়ে ওঠা ফরিদপুর শহরে। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। ফরহাদ হোসেন—একজন লেখক, চিত্রনাট্যকার, নির্মাতা, প্রযোজক, সঞ্চালক এবং সাংস্কৃতিক সংগঠক। শিকাগোর বিখ্যাত ডিপল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ম্যানেজমেন্ট এবং ইনফরমেশন সিস্টেমস-এ স্নাতকোত্তর, বর্তমানে আমেরিকার একটি প্রখ্যাত কোম্পানীতে আইটি কনসালট্যান্ট হিসেবে কর্মরত শশব্যস্ত ফরহাদ হোসেনের সিংহভাগ সময় কাটে লেখালেখি এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে। উত্তর আমেরিকার বিভিন্ন ধারার সাংস্কৃতিক অঙ্গনে অবাধ বিচরণকারী ফরহাদ হোসেন মূলত নিরীক্ষাধর্মী চিত্রনাট্য লেখার মাধ্যমে তার লেখালেখির জগতে পদচারণা শুরু করেন। এক দশকেরও অধিক সময় ধরে তিনি চিত্রনাট্য ও গল্প লিখে চলেছেন। থেমে থাকে নি উপন্যাস লেখার কাজও। প্রকাশিত বইয়ের সংখ্যা চারটি। সমকালীন গল্পগ্রন্থ ‘তৃতীয় পক্ষ’, ছোট গল্পের সংকলন ‘ধূসর বসন্ত’ এবং উপন্যাসিকার সংকলন ‘…এবং একদিন হঠাৎ’। ‘স্বপ্নজাল’ তাঁর প্রথম উপন্যাস। বর্তমানে স্ত্রী, এক কন্যা এবং এক পুত্রকে নিয়ে বসবাস করছেন টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে।

ফরহাদ হোসেন এর বই সমূহ

Showing 1 to 5 of 5

View

Sort icon