আরিফ রহমান

আরিফ রহমান

১৯৯২ সালের ১২ মে ঢাকাতে জন্ম নেওয়া আরিফ রহমানের পিতৃনিবাস ফেনী জেলার ছাগলনাইয়াতে। এনজিও চাকুরে বাবা, গৃহিণী মা আর একমাত্র ছােট বােনকে নিয়ে তার সংসার। ছেলেবেলায় বাবার সাহচর্যে মুক্তিযুদ্ধসহ সাহিত্য বিষয়ক বিভিন্ন বই-পুস্তক পড়ায় আগ্রহী হয়ে ওঠেন। বিষয়ভিত্তিক তথ্য সংকলন ও তা পর্যালােচনার মাধ্যমে যুক্তিনির্ভর সাবলীল লেখার জন্য অনলাইন ভিত্তিক গণমাধ্যমগুলােতে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন এর মধ্যেই। মুক্তমনা ব্লগ থেকে লেখালেখির শুরু করে এখন নিয়মিত লিখে চলেছেন দেশের শীর্ষস্থানীয় বেশকটি পত্র-পত্রিকায়।

আরিফ রহমান এর বই সমূহ

Showing 1 to 5 of 5

View

Sort icon