অনুপম খের

অনুপম খের

অনুপম খের (জন্ম 7 মার্চ 1955) একজন ভারতীয় অভিনেতা, পরিচালক এবং প্রযোজক যিনি প্রাথমিকভাবে হিন্দি ভাষার চলচ্চিত্রে কাজ করেন। ভারতীয় সিনেমার অন্যতম সেরা অভিনেতা হিসেবে বিবেচিত, তিনি অসংখ্য সমালোচকদের দ্বারা প্রশংসিত প্রধান বা সহায়ক ভূমিকা সহ বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন। তার প্রশংসার মধ্যে রয়েছে দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং আটটি ফিল্মফেয়ার পুরস্কার। ভারতীয় চলচ্চিত্র ও শিল্পকলায় অবদানের জন্য ভারত সরকার তাকে 2004 সালে পদ্মশ্রী এবং 2016 সালে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করে।

অনুপম খের এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon