হরষিত বালা

হরষিত বালা

হরষিত বালা,জন্ম ১৩ কার্তিক ১৩৬৩ অভিনয়, আবৃত্তি শিল্পী, আলোচক, সুবক্তা, সংস্কৃতিকর্মী, নাট্যকার, নির্দেশক—তাঁর রয়েছে নানাবিধ পরিচয়। তবে সব পরিচয় ছাপিয়ে তিনি মানুষ গড়ার কারিগর। জীবনের প্রায় পুরোটা সময় কাটিয়েছেন শিক্ষকতায়। সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। বঙ্গবন্ধু, বাঙালি জাতীয়তাবাদ, অসামপ্রদায়িক চিন্তাভাবনা আর মুক্তবুদ্ধির চর্চায় অবিচল বিশ্বাস তাঁর সৃজনশীল লেখালেখিতেও দীর্ঘ ছায়া ফেলেছে। ছড়ায় তিনি দারুণ পারদর্শী। বিশেষ করে সমকালীন রাজনীতি, সামাজিক বৈষম্য, সঙ্গতি অসঙ্গতির ওপর রয়েছে তাঁর তীক্ষ্ণ পর্যবেক্ষণ। আর এসব পর্যবেক্ষণ নিপুণ ভঙ্গিতে তিনি তুলে ধরেছেন তাঁর ছড়ায়।

সাদাসিধে জীবনযাপনে বিশ্বাসী এই লেখক বিশ্বাস করেন মানুষ একদিন তাঁর স্বপ্নের চেয়ে দীর্ঘ হবে। সেই স্বপ্ন ছড়িয়ে দিতে এখনো তিনি অক্লান্ত্ম পরিশ্রম করে যাচ্ছেন।

হরষিত বালা এর বই সমূহ

Showing 1 to 3 of 3

View

Sort icon