শংকর জন্ম ৭ ডিসেম্বর ১৯৩৩, পথের পাঁচালীর দেশ বনগ্রামে, তদানীন্তন যশোহর জেলায়। আইনজীবী পিতৃদেব হরিপদ মুখোপাধ্যায় ভাগ্যসন্ধানে দ্বিতীয় মহাযুদ্ধ শুরুর আগেই কলকাতার ওপারে হাওড়ায় চলে আসেন, সেখানেই স্কুলের শিক্ষা, বড় হয়ে ওঠা এবং সাহিত্যসাধনার শুরু। সাহিত্যজীবনের প্রযোজক, পরিচালক ও সুরকার শঙ্করীপ্রসাদ বসুর সঙ্গে পরিচয় এই হাওড়াতেই। শংকর একজন ভারতীয় বাঙালি লেখক। তাঁর আসল নাম মণিশংকর মুখোপাধ্যায়। তাঁর প্রথম বই প্রকাশিত হয় ১৯৫৫ সালে। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হল চৌরঙ্গী, সীমাবদ্ধ এবং জন অরণ্য। এই তিনটি বই নিয়ে চলচ্চিত্রও নির্মিত হয়েছে। ২০১৬ সালে তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট সম্মানে ভূষিত হন।
৳ 0