সুনীল কুমার ধর

সুনীল কুমার ধর

সুনীল কুমার ধর (২৮ শে মার্চ ১৯৩33 - ২ August আগস্ট ২০২০) একজন বাংলাদেশী শাস্ত্রীয় সংগীতশিল্পী। ধর ময়মনসিংহ জেলা, তারতী গ্রাম, ময়মনসিংহ জেলা অক্ষয় কুমার ধর এবং সুরশিবালা ধর-তে জন্মগ্রহণ করেছিলেন। ধর ১৯৫২ সালে আলাউদ্দিন খানের কাছ থেকে সংগীতের পাঠ গ্রহণ করেছিলেন। তিনি ওস্তাদ জগদানন্দ বড়ুয়ার কাছ থেকে ধ্রুপদ ও ধামার পাঠ গ্রহণ করেছিলেন। তিনি বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের নিয়মিত অভিনয়শিল্পী ছিলেন। তিনি ১৯6666 সাল থেকে ময়মনসিংহ নজরুল একাডেমির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং ধ্রুবা পরিষদ ময়মনসিংহ ইউনিটের সভাপতি।

সুনীল কুমার ধর এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon