আসাদ মিরণ

আসাদ মিরণ

আসাদ মিরণের জন্ম বরিশাল জেলায়, ১৯৭৬ সালের ১ এপ্রিল। পিতা- আব্দুল খালেক মিয়া, মাতা- রাবেয়া বেগম। শৈশব আর কৈশোর কেটেছে বরিশাল শহরে। লেখা পড়ার প্রথমপর্ব বরিশালে আর স্নাতক, স্নাতককোত্তর (এমবিএ) খুলনাতে। স্কুল জীবন থেকেই সাহিত্যের প্রতি তার প্রবল অনুরাগ। সে সময় কবিতা লিখেছেন অনেক। পড়ালেখার পাশাপাশি ক্রিকেট ও সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ ছিল অতিমাত্রায়। ছাত্রজীবন শেষে অন্য পথ। বাঁধাধরা চাকরি না করে খুলনায় গড়ে তোলেন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। পরবর্তী সময়ে উন্নয়নকর্মী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি অন্য ধরনের লেখালেখিতে যুক্ত হয়ে পড়েন। বিভিন্ন সামাজিক সমস্যা, গবেষণা, পরিবেশ, জলবায়ু, পলিসি পেপার ইত্যাদি উন্নয়ন কৌশল নিয়ে বেশি লেখেন তিনি। লেখকের পছন্দের কাজ যদি বলা হয়, তবে তা হলো বই পড়া। বিশ্ব রাজনীতি, সাহিত্য, গবেষণা, কবিতা, প্রবন্ধ, ছোট গল্প ইত্যাদি পড়া নিত্যকার অভ্যাস। নিজের মতো করে লিখতে, মাঝে মাঝে অনুবাদ করতেও তিনি পছন্দ করেন। তবে কোথাও প্রকাশের ব্যাপারে তাঁর দূর্বলতা সেই ছাত্র জীবন থেকে যেটি আজও কাটেনি। তিনি মনে করেন ‘‘সবাই যদি লেখে তা’হলে পড়বেটা কে?’’

লেখকের প্রকাশিত বই : –
‘পরমাণু বিজ্ঞানের নায়কেরা’, (আলোঘর প্রকাশনী )
‘জলপরী ও নীল হাঙ্গর’, (আলোঘর প্রকাশনী )
‘গভীর সমুদ্রে দুঃসাহসিক অভিযান-নীল হাঙ্গর’(আদিত্য-অনীক প্রকাশনী )।

আসাদ মিরণ এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon