আশিফুল ইসলাম জিন্নাহ

আশিফুল ইসলাম জিন্নাহ

আশিফুল ইসলাম জিন্নাহ পুরান ঢাকার স্থানীয় সম্ভ্রান্ত ও স্বনামধন্য রাজনীতিবিদ আমিনুল ইসলাম জিন্নাহ সাহেবের একমাত্র সন্তান। ৪ ফেব্রুয়ারি ১৯৭৬ সালে তার জন্ম। পিতা মুক্তিযোদ্ধা ও ১৯৭৫-এ জগন্নাথ কলেজের ভিপি ছিলেন। মাতা আফিয়া খাতুন একজন গৃহিণী। মাতৃগর্ভে তিনমাস থাকাকালীন সময়ে তার বাবা ইন্তেকাল করেন। সে সময় থেকে তার মা'ই অনেক সংগ্রাম করে তাকে বড় করেছেন। শৈশবে তার বেড়ে ওঠা পুরান ঢাকাতেই। পরিবার ও পরিচিতদের কাছে 'ড্যানি' নামে পরিচিত। তিনি আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল থেকে এসএসসি, ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং ডিগ্রি (স্নাতক) করেছেন। সদা হাস্য উজ্জ্বল, বন্ধুপ্রিয় চমৎকার এই মানুষটি বর্তমানে তার মা এবং স্ত্রী- রাবেয়া আসিফ [অভি] ও একমাত্র পুত্র তাসিনুল ইসলাম জিন্নাহ্ [তাসিন] কে নিয়ে কাকরাইলে নিজস্ব বাড়িতে স্থায়ীভাবে বসবাস করছেন। পেশাগতভাবে ব্যবসার সাথে জড়িত। তিনি ১৯৯০, ২০০৪, ২০১৪ সালে ভারতের বিভিন্ন স্থান ভ্রমণ করেছেন। ২০০০ সালে পবিত্র হজ্জব্রত পালন করেছেন। একজন রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধার সন্তান এবং ছাত্র রাজনীতির ঐতিহ্য সমৃদ্ধ ঢাকা কলেজের ছাত্র হিসেবে যেকোন ইতিহাস ও রাজনৈতিক বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকার লেখা ও বই পড়ার প্রতি আগ্রহ ছিল বরাবরই। সেই অপরিসীম আগ্রহ, অনুপ্রেরণা, ধৈর্য এবং অক্লান্ত পরিশ্রম থেকেই তার এ সুবিশাল রচনাসম্ভারটির সৃষ্টি। তার মতে, ইতিহাস ও গবেষণাভিত্তিক গ্রন্থ রচিত হয় মানব মস্তিষ্কের বিবেক ও মননশীলতা থেকে। 'বৃহত্তর প্রেক্ষাপটে বাংলাদেশ-ভারত' সৃষ্টি সম্ভারটি তারই এক দালিলিক প্রমাণ। আশা করি, এই বইটি পাঠকদের পাঠ তালিকায় এবং বাংলাদেশ-ভারত মৈত্রীর বন্ধনে এক নতুন মাত্রা এনে দিবে। লেখক বর্তমানে বিদ্রোহী কবি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী বিস্ময়কর সৃষ্টি 'বিদ্রোহী' কবিতার ঐতিহাসিক মূল্যায়নের ওপর গবেষণামূলক কাজ করছেন।

আশিফুল ইসলাম জিন্নাহ এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon