আনা বার্নস (জন্ম: ৭ মার্চ, ১৯৬২, বেলফাস্ট, যুক্তরাজ্য) উত্তর আয়ারল্যান্ডের একজন লেখিকা। তার উপন্যাস "মিল্কম্যান" ২০১৮ সালের বুকার পুরস্কার, ২০১৯ সালের রাজনৈতিক কথাসাহিত্যের জন্য অরওয়েল পুরস্কার এবং ২০২০ সালের আন্তর্জাতিক ডাবলিন সাহিত্য পুরস্কার জিতেছে।
৳ 0